পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন / / ৩য় বর্য জাষাঢ় । তটের পীয়ে মাথা কুটে তরঙ্গদল ফেনিয়ে উঠে গিরির পদমূলে, ঐ যেখানে মেঘের বেণী জড়িয়ে অাছে বনের শ্রেণী মৰ্ম্মরিছে নারিকেলের শাখা, গরুড়সম ঐ যেখানে উৰ্দ্ধশিরে গগনপানে শৈলমালা তুলেছে নীলপাথ, 'কেন আজি আসে আমার মনে ঐখানেতে মিলে’ তোমার সনে বেঁধেছিলেম বহুকালের ঘর, হোথায় ঝড়ের নৃত্যমাঝে ঢেউয়ের স্বরে অণজে বাজে যুগান্তরের মিলনগীতিস্বর । কেগো চিরজনম ভরে* নিয়েছ মোর হৃদয় হরে* উঠছে মনে জেগে ! নিত্যকালের চেনাশোনা করূচে আজি আনাগোন। , নবীন ঘনমেঘে । কত প্রিয়মুখের ছায়া কোন দেহে আজ নিল কায়া, ছড়িয়ে দিল স্থখছথের রাশি, অাজকে যেন দিশে দিশে ঝড়ের সাথে যাচ্চে মিশে কত জন্মের ভালবাসাবাসি । তোমায় আমার যতদিনের মেলা, লোকলোকাস্তে যত কালের খেলা একমুহূৰ্ত্তে আজ কর সার্থক ।