পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখf// / এ/চীন-জবলপুর-এসঙ্গ / 3 C25 এই নিমেষে কেবল তুমি এক o জগৎ জুড়ে দাও আমারে দেখা, জীবন জুড়ে মিলন আজি হোক্‌ ! পাগল হ’য়ে বাতাস এল, ছিন্ন মেঘে এলোমেলে। হচ্চে বরিষণ, জানি না দিগদিগন্তরে আকাশ ছেয়ে কিসের তরে চলছে আয়োজন ! পথিক গেছে ঘরে ফিরে, পার্থীরা সব গেছে নীড়ে তরণী সব বাধা ঘাটের কোলে, আজি পথের দুই কিনারে জাগিছে গ্রাম রুদ্ধ দ্বারে দিবস আজি নয়ন নাহি খোলে ! শাস্ত হ’রে শাস্ত হ’রে প্রাণ, ক্ষান্ত করিস প্ৰগলভ এই গান, স্তব্ধ করিস বুকের দোলাদুলি ! হঠাৎ যদি দুয়ার খুলে যায়, হঠাৎ যদি হরষ লাগে গায় তখন চেয়ে দেখিস আঁখি তুলি ! -ms প্রাচীন-জৱলপুর-প্রসঙ্গ । মধ্যভারতের প্রাচীন ইতিহাস তিমিরে আচ্ছন্ন । যে প্রকাও জনপদ রামায়ণে দণ্ডকারণ্য - নামে অভিহিত, তাহ কোন সময়ে প্রথমে লোকালয়ে পরিণত হইতে আরম্ভ হয়, ইহা নির্ণয় করা অতীব দুঃসাধ্য । রামায়ণে জ্ঞাত হওয়া যায়, এই ভয়াবহ & হিংস্ৰজন্তুসম্বুল বনস্থলীতে অনেক মহর্ষির আtশ্রম ছিল । তন্মধ্যে জীবালি অন্যতম । র্তাহার তপোবন হইতেই ‘জাবালিপট্টন” নামকরণ হয় । আধুনিক জব্বলপুর সেই জীবালিপট্টনেগ্ন অপভ্রংশমাত্র। মহর্ষি ও র্তাহার শিষ্যগণের অন্তর্ধানের বহুকাল পরে