পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, আষাঢ় । এ প্রদেশে বল্লভী ও প্রমার বংশীয় রাজপুতগণ যে, সে কোনকালে নিশ্চয়ই রাজা হইবে । রাজত্ব করিয়াছিলেন । প্রাচীন প্রস্তর- উক্ত ব্ৰাহ্মণের উপদেশক্রমেই যাদব রায় ফলকাদি হইতে যতদুর জ্ঞাত হওয়া গিয়াছে, তাহাতে বোধ হয় যে, এই ভুখণ্ড একাদশ ও স্বাদশ শতাব্দীতে হৈহয়বংশীয় রাজপুতগণের করতলগত ছিল এবং ষোড়শ শতাব্দীতে গোন্দওয়ানারাজ্যের অন্তভুক্ত হয়। তৎকালে মধ্যভারতে গোন্দরাজপুত সংগ্রামসাহের ভায় প্রবলপ্রতাপশালী নরপতি কেহ ছিলেন না । তিনি বাহুবলে জববলপুরের দ্যায় অৰ্দ্ধশত গড় বা প্রদেশে রাজ্যবিস্তার করেন । গোন্দরাজপুতগণের অভু্যখান ও পতনের সহিত লিপ্ত । ইতিহাসপাঠক অনেকেই অবগত আছেন যে, গড়মণ্ডল ( যাহা এক্ষণে মণ্ডলা নামে খ্যাত) পূৰ্ব্বে অসভ্য গোড় বা গোন্দজাতির রাজধানী ছিল । বিখ্যাত ঠগীদমনকারী সার উইলিয়াম্ শ্লিমান বহু যত্নে ও পরিশ্রমে এ রাজ্যের কথঞ্চিৎ ইতিহাস সংগ্রহ করেন।* কিরূপে এই প্রদেশ পাৰ্ব্বতীয় গোন্দজাতির নিকট হইতে রাজপুতদিগের হস্তগত হয়, তদ্বিষয়ে তাহার বর্ণিত একটি সুন্দর কিংবদন্তী আছে । যাদব রায় নামে এক সামান্ত রাজপুত হৈহয়বংশীয় নরপতিদিগের অধীনে কৰ্ম্মচারী ছিল । একদা সর্ভি পাঠক নামক জনৈক জ্যোতির্বিদ ব্রাহ্মণ তাহার ভবিষ্যৎ গণনা করিয়া বলেন

  • Vide Journal of the Asiatic

পুরাতন প্রভূদিগকে পরিত্যাগপূর্বক গোলারাজ নাগদেবের অধীনে নিযুক্ত হয় এবং ক্রমে র্তাহার বিলক্ষণ প্রিয়পাত্র হইয়া তাহার একমাত্র কন্সার পাণিগ্রহণ করে । নাগদেবের পুত্রসস্তান হইল না ; পুত্রকামনায় যাগযজ্ঞের অঙ্গুষ্ঠান করায় দৈববাণী হইল যে, যাদব রায়ই র্তাহার উত্তরাধিকারী হইবে । তদনুসারে, ৩৫৮ খৃঃ অব্দে ( সংবৎ ৪১৫ ) নাগদেব গতাস্থ হইলে যাদব রায় নির্বিবাদে গোন্দওয়ানার সিংহাসনে অধিরূঢ় হইলেন, এবং সমগ্র গোন্দজাতি র্তাহার অধীনতা স্বীকার করিল। সভি পাঠক তাহার ভবিষ্যদ্বাণীর পুরস্কারস্বরূপ মন্ত্রীর পদ প্রাপ্ত হইলেন । এই যাদব রায়ের বংশধরগণই গেন্দরাজপুত নামে বিখ্যাত । তাহারা প্রায় চতুর্দশ শতাব্দী গড়মণ্ডলের সিংহাসনে উপবিষ্ট ছিলেন ; এবং এতাবৎকাল উক্ত সভিপাঠকেরও উত্তরাধিকারিগণ মন্ত্রীর পদে প্রতিষ্ঠিত ছিল । মহাত্মা শ্লিমানের চেষ্টায় রামনগরের কোন দেবমন্দিরের অভ্যস্তরে প্রস্তরফলকে খোদিত যাদররায় প্রমুখ প্রায় অৰ্দ্ধশত নরপতির নাম ও নিদিষ্ট রাজত্বকাল পাওয়া গিয়াছিল । এই বংশের মদনসিংহ স্থপ্রসিদ্ধ মদনমহলের নিৰ্ম্মাতা । আধুনিক জব্বলপুরের Society of Bengal” Vol. VI. pp. 621—646; also the Gazetteer of the Central Provinces of India edited by Charles Grant, 1870 A. D.