পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ8Հ তাহার পদতলে প্রণয় কুইমাইল বিস্তৃত এক প্রাচীন নগরীর ভগ্নাবশেষ দৃষ্ট হয় । ইহা এককালে গড়মণ্ডলরাজ্যের রাজধানী ছিল । যে গ্রাম এক্ষণে সেই ভগ্নাবশেষের উপর গঠিত হইয়াছে, তাহ অদ্যাপি ‘গড়’ বলিয়া খ্যাত । এখনও এস্থানে সহস্ৰাধিক বাসগৃহ আছে ও পঞ্চসহস্ৰ লোক বসতি করে । কোন সময়ে এই পুরাতন নগরী নিৰ্ম্মিত হইয়াছিল, তাহ নির্ণয় করা দুঃসাধ্য ; তবে প্রবাদ এইরূপ যে, ইহা দুইসহস্ৰ বৎসরের অধিক বৰ্ত্তমান আছে । রাজা দলপতিসাহ এস্থান হইতে রাজধানী স্থানান্তরিত করিয়া সিঙ্গেীরগড়ে প্রতিষ্ঠিত করেন । সেই সময় হইতেই এই নগরীর অবনতির স্বত্রপাত হয় । , এখানে পৰ্ব্বতের পাদদেশে এখনও গঙ্গাসাগর ও বাইসাগর নামে রাজগণের খনিত ছুইটি সুন্দর সরোবর রহিয়াছে । ডানিয়েল লকি সাহেব যখন ১৭৯০ খৃঃ অব্দে এই পথে পর্য্যটন করেন, তখনও এই নগরী সমৃদ্ধিশালী ছিল । তিনি বলিয়। গিয়াছেন যে, এই নগরে প্রস্তুত বালাসাইী মুদ্র সমস্ত বুন্দেলখণ্ডে ব্যবহৃত হইত। , মদনসিংহের বংশধরগণের মধ্যে সংগ্রামসাহের রাজত্বকালেই এখানকার রাজপুতবংশের অভু্যদয় হইয়াছিল। ইহারই বাহুবলে জব্বলপুর, দামো, সাগর, নরসিংপুর, সিউনি, হোসেঙ্গাবাদ, ভূপাল প্রভৃতি দ্বিপঞ্চাশত গড় বা প্রদেশ গড়মণ্ডলরাজ্যের অন্তভুক্ত হয়। ইহার পর দলপতিসাহ । ইনি ১৫৪০ খৃঃ অব্দে জব্বলপুর হইতে প্রায় ২৬মাইল উত্তরপশ্চিমে সিঙ্গোরগড়নামক সিরিজনে বঙ্গদশন । [ ৩য় বর্ষ, আষাঢ় । রাজধানী স্থাপিত করেন । প্রাতঃস্মরণীয়া দুর্গাবতী ইহারই রাণী । দলপতিসাহের মৃত্যুকালে তাহার পুত্র বীরনারায়ণ নিতান্ত নাবালক ছিলেন । সুতরাং তাহার পঞ্চদশবর্ষব্যাপী রাজত্বকালে রাণী দুর্গাবতীর হস্তেই শাসনভার দ্যস্ত ছিল । এই সময়েই গড়মগুলের উন্নতির চরম সীমা । রাণী দুর্গাবতী কঠোর অধ্যবসায় সহকারে ও বহুল অর্থব্যয়ে রাজ্যের সুখসমৃদ্ধি সম্যক্প্রকারে পরিবদ্ধিত করিয়াছিলেন । অপত্যনিবিশেষে প্রজাপ{লন করিয়া তিনি যে অক্ষয় কীৰ্ত্তি সঞ্চয় করিয়া গিয়াছেন, তংহ। কালের করাল স্রোতে ধবংস হইবার নহে । অদ্যাপি চরণদিগের গীতিকবিতায় তাহার গুণগ্ৰাম কীৰ্ত্তিত হইয়া থাকে । এতদেশবাসিগণ এ বংশের অন্তান্ত নরপতিগণের নাম পর্য্যস্ত ভুলিয়। গিয়াছে, কিন্তু রাণী দুর্গাবতীর যশঃকাহিনী এপর্য্যন্ত বিস্তৃত হয় নাই । প্রজাদিগের জলকষ্টনিরাকরণের জন্ত এই পাৰ্ব্বতীয় প্রদেশে তিনি যে বিশাল দীর্ঘিক] খনন করাইয়াছিলেন, তাহা অদ্যাপি রাণীতলা ও নামে প্রসিদ্ধ । রাণী দুর্গাবতীর অমূল্য জীবন ভারতের ইতিহাসে উজ্জ্বল রত্ন । অহল্যাবাইএর স্তায় রাজ্যশাসনে তিনি যেরূপ দূরদর্শিতা ও কাৰ্য্যপটুতা প্রদর্শন করিয়াছিলেন, যুদ্ধক্ষেত্রে ও সেইরূপ চাদবিবি ও লক্ষ্মীবাইএর হু্যায় আমানুষিক সাহস ও বীরত্ব দেখাইয়া গিয়াছেন। এখনও আদর্শ বীররমণীর দৃষ্টান্তস্বরূপে তাহার নাম উল্লিখিত হইয়া থাকে । ১৫৬৪ খৃঃ অব্দে কারা মাণিকপুরের মুসলমান শাসনকর্তা আসফ খ দিল্লীর