তৃতীয় সংখ্যা । ] প্রাচীন-জকবলপুর-প্রসঙ্গ । >8○ বাদশাহের আজ্ঞানুসারে বহুসংখ্যক সৈন্ত লইয়া গড়মণ্ডল আক্রমণ করে । রাণী দুর্গাবতী তৎকালে সিঙ্গোরগড়ে বাস করিতেছিলেন । তাহীর সৈন্তসংখ্যা যবনবাহিনীর অপেক্ষ অনেক অল্প ছিল । তথাপি তিনি অসমসাহসে মুসলমানসেনাপতির সম্মুখীন হইলেন ; কিন্তু তাহার রাজধানী আত্মরক্ষার্থে তাদৃশ সুবিধাজনক হইবে না বিবেচনা করিয়া মণ্ডলার নিকট একটি সুদৃঢ় গিরিবর্ক্সে আশ্রয়গ্রহণ করিলেন । প্রথমদিনের যুদ্ধে আসিফ খা পরাজিত হইল ; কিন্তু পরদিন আবার দ্বিগুণ উৎসাহে বহুসংখ্যক কামান লইয়া রাণীকে আক্রমণ করিল। রাজপুতসেনা অকুতো ভয়ে যুদ্ধ করিল বটে, কিন্তু অসংখ্য যবনের গতিরোধ করিতে সমর্থ হইল না । রাজ্ঞী স্বীয় যোদ্ধ বর্গকে আত্মরক্ষণর সময়প্রদানের জন্ত হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়া গিরিসঙ্কটের দ্বার রক্ষা করিতে লাগিলেন । তাইণর সহচরগণ তণহীকে পলtয়ন করিয়া আণ স্বপ্রাণ রক্ষা করিতে বহুবিধ অমুনয় করল ; কিন্তু তিনি সে প্রস্তাবে কোনক্রমেই সম্মত হইলেন না । তাহার কমনীয় দেহ শত্রুর আঘাতে ক্ষতবিক্ষত হইয় গেল ; যবনের তীক্ষুতীর তাহার চক্ষে বিদ্ধ হইল ; তথাপি তিনি বিন্দুমাত্র পশ্চাৎপদ হইলেন না । কিন্তু ফুর্ঘটনা একাকী আইসে না ; যে গিরিপথে তিনি সৈন্ত স্থাপিত করিয়াছিলেন, তাহার পশ্চাদ্ভাগে - একটি শীর্ণ গিরিনদীর বালুসৈকত পড়িয়াছিল। কয়েকদও পূৰ্ব্বে তথায় বিন্দুমাত্র জল ছিল না । কিন্তু যখন রাজপুত বীরগণ আত্মরক্ষার্থ সেই নদীমুখে ধাবিত হইল, তখন মুহুৰ্ত্তমধ্যে কোথা হইতে বস্তার দ্যায় সলিলরাশি আসিয়া পড়িয়া দুই কুল প্লাবিত করিয়া দিল –সন্তরণেও নদী পার হওয়৷ দুষ্কর হইয়া উঠিল । তখন স্বীয় সৈন্তগণের আসন্নমুতু্য চিন্তা করিয়া দুৰ্গাবতীর বীরহাদয়ও বিচলিত হইল । তিনি আর কালবিলম্ব না করিয়া রাজপুতরমণীর চিরপ্রচলিত প্রথানুসারে সতীত্ব ও কুলগৌরব রক্ষার্থ হস্তিচালকের নিকট হইতে তীক্ষুধার খড়গ গ্রহণপুৰ্ব্বক সেই খড়গ স্বহস্তে নিজ বক্ষস্থলে বিদ্ধ করিয়া প্রাণত্যাগ করিলেন । রাণী দুর্গাবতীর অমূল্য জীবনের সহিত গড়মণ্ডলের স্বাধীনতা চিরদিনের জন্ত বিলুপ্ত হইল। আসাফ খ রাজ্যলুণ্ঠন করিয়া আশাতিরিক্ত ধন লাভ করিয়াছিল ; কথিত আছে, সহস্ৰাধিক হস্তী এই সময়ে তাহার হস্তগত হয় । যবন এই সম্পত্তিরাশির স্পদ্ধায় এরূপ স্ফীত হইয়া, উঠিল যে, সে গড়মণ্ডলের স্বাধীন রাজী হইয়া প্রজtশাসন করিতে কৃতসঙ্কল্প হইল। কিন্তু দিল্লীর সিংহাসনে তখন মোগলগেীরবরবি আকবরশাহ উপবিষ্ট । র্তাহার দোদও প্রতাপে ক্ষুদ্র সেনাপতির প্রগলভত৷ অচিরে দমিত হইল । অগত্য। আসাফ খাঁ দিল্লীতে প্রত্যাগমন করিয়া বাদশাহের নিকট আত্মসমৰ্পণ করিল। দিল্লীশ্বর • সংগ্রামশাহের সুবিস্তৃত রাজ্যের দশটি বিভাগ করকবলিত করিয়া দলপতিসাহের ভ্রাতা চন্দ্রসাহকে রাজ্যে প্রতিষ্ঠিত করিলেন । এই দশটি বিভাগই পরে ভূপালরাজ্যে পরিণত হয়। আইনি আকবরীতে গড়মণ্ডলরাজ্য মোগলসাম্রাজ্যের অন্তর্বত্তী মালবপ্রদেশের অংশ
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।