১৪৪ [ ৩য় বর্ষ, আষাঢ় । বিশেষ বলিয়া বর্ণিত হইয়াছে, কিন্তু ১৭৮১ খৃঃ অব্দ পর্য্যস্ত রাণী দুর্গাবতীর বংশধরগণ দিল্লী শ্বরের অধীনতা নামমাত্র স্বীকার করিয়া প্রায় স্বাধীনভাবেই রাজ্যশাসন করিয়াছিলেন । শ্ৰীমন্মথনাথ দে । রদ্ধের স্বপ্নদশন।* একরাতে দেখিছু স্বপন বড় সাধ পাইতে যৌবন— নিমেষের উদাম আহলাদ খুব ভাল হ’তে অবসাদ । পঙ্ককেশে রাজ্যলাভ চেয়ে স্থখ আছে কৃষ্ণকেশে ধেয়ে । যাক ঘুচে কালের সন্মান, যাক খ্যাতি বলিয়া বিদ্বান, ছিড়ে ফেল জীবনের পাত জ্ঞান, জয় যাহে অঙ্কপাত ; ভেঙে ফেল বিজয়পতাকা, মুছে ফেল ললাটের টাকা । হৃদয়ের উদশম শোণিত , ক্ষণতরে হোক প্রবাহিত যৌবনের জালাময় স্রোতে নাহি মানি বাধা কোনমতে । স্বপ্নময় মাদক জীবন নিমেষেরে, কর সমর্পণ । —শুনিল তা দয়াল দেবতা, মৃদু হাসি কহিলেন কথা— “ছু ই যদি তব শুভ্রকেশ নিমেষে ফিরিয়া যাবে বেশ । জীবনযাত্রায় পিছুপানে ফিরে যাবে গোপনে গোপনে । “কিন্তু দেখ দেখি পথ চেয়ে কিছু যদি ল ও সাথে ব’য়ে ; জীবনের তীর্থযাত্ৰা হ’তে কেহ কিগো বারিছে ফিরিতে ? যদি থাকে এই বেলা দেখ, যতক্ষণ কাছাকাছি থাক ।” —আহা, রমণীর শিরোমণি তোমা বিনা জীবন না গণি । এক সাধ পারি না ছাড়িতে, হে দেবতা, লব সাথে সাথে সরবস্ব, অপর জীবন— প্রিয়া, যার অভাব মরুণ ।
- After Holmes' The Old Man A rearms.