পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখn/7 হইয়া কালাতিপাত করিতে হয়। এ হেন সংসারে, এ হেন সময়ে, প্যারক্লাবু অতি ভদ্রলোক হইয়াও নামযশ লাভ করিয়াছিলেন । সফলতা প্রাপ্ত হইয়াছেন, কৃতিত্ব উপার্জন করিয়াছেন । প্যারীবাবু ভদ্রলোকের ভরসা, দেশের যথার্থ মুখোজলকারী । প্যারীবাবু আমাদের ভদ্রতার জয়পতাকা ছিলেন। আমরা এই বয়সে ভদ্রতায় ভর করিয়া সংসারের সহিত যে ঘোর যুদ্ধে প্রবৃত্ত হইয়াছি, তাহাতে বাবু প্যারীচরণকে সেই সমরক্ষেত্রে আমাদের পক্ষে একজন শক্তিধর সেনানীরূপে বরণ করিয়াছিলাম । তাহাকে হারাইয়া আমরা আজি একজন নেতার অভাব উপলব্ধি করিতেছি । অামাদের এই শোকাবেগের কে শাস্তিসাধন করিবে ? “১৮২২ সালে বাবু প্যারীচরণ সরকার জন্মপরিগ্রহ করেন । ৫৩বৎসর বয়সে র্তাহার মৃত্যু হইয়াছে। তিনি হেয়ারসাহেবের স্কুলে সাহেবের অতি প্রিয়ছাত্র ছিলেন। ক্রমে হিন্দুকলেজে ৪০ টাকা বৃত্তি প্রাপ্ত হন । ইংলণ্ড ও ভারতবর্ষ মধ্যে বাষ্পবলে নৌচালনসঙ্গন্ধে প্যারীবাবু একটি প্রবন্ধ লেখেন, তৎকালে তাহ বিলাত পৰ্য্যন্ত সমাদৃত হইয়াছিল । কিছুদিন পরে প্যারীবাবু আমাদের হুগলী ব্রাঞ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শিক্ষক হইয় আসেন ; এখান হইতে বারাসতের প্রধান শিক্ষক হইয়া যান ; সেই অবধি বারাসতের প্রসিদ্ধ মিত্ৰগোষ্ঠীর সহিত র্তাহার সৌহাৰ্দ্দ । বাবু কালীকৃষ্ণ মিত্র, বাবু নবীনকৃষ্ণ মিত্র প্রস্থতির সহিত একত্র হইয়া, এক যোগে من প7র7চল? সরক7র / 38ፃ এক পরামর্শে অনেক সদনুষ্ঠানে ব্রতী হয়েন। বারাসতের উন্নতির মূল এই সকল মহাত্মারা । “বারাসত হইতে প্যারীবাবু কলিকতা হেয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক হইয়া যান। সকলেই জানেন, র্তাহার সময়ে হেয়ারক্ষুল (বা কলুটোল ব্রাঞ্চ স্কুল ) বাঙ্গালার সকল বিদ্যালয়ের মধ্যে উৎকৃষ্ট বলিয়া প্রতিষ্ঠালাভ করে। ক্রমে গবর্ণমেন্ট প্যারীবাবুর যোগ্যতার পরিচয় পাইয়। তাহাকে শিক্ষাবিভাগে শ্রেণীভূক্ত কৰ্ম্মচারী করিয়া প্রেসিডেন্সি কলেজের সহকারিইংরাজি-অধ্যাপক-পদে নিযুক্ত করেন। প্যারীবাবু এই সন্মানের কৰ্ম্ম গৌরবে সাধন করিতে করিতে ইহলোক হইতে অবস্বত হুইয়াছেন । “প্রথমপাঠোপযোগী ইংরাজী গ্রন্থসকল প্যারীবাবুকর্তৃক সঙ্কলিত। বিনা অনুরোধে সেই সকল গ্রন্থ আমাদের বাঙ্গালার বিদ্যালয়সমস্তে প্রচলিত হইয়াছে । কলিকাতার হিন্দু হোষ্টেল প্যারীবাবুর স্থাপিত। এরূপ ছাত্রীবাস এখন গবর্ণমেণ্টের অনুমোদিত হইয়াছে। প্যারীবাবুর সদনুষ্ঠানের সুফল এখন সৰ্ব্বত্র পরিলক্ষিত হইবে। “মদ্যপাননিবারিণী সভার প্রতিষ্ঠাতা প্যারীবাবু। তাহার উদ্যোগে কতশত অন্ধ যুবক অকাল নরকভোগ হইতে নিস্কৃতিলাভ করিয়াছে । অনন্তকাল অনন্তধামে প্যারীবাবুর এই সকল কীৰ্ত্তির কীৰ্ত্তন - হইবে ।” ● প্যারীবাবুকে আমরা অস্তরের সহিত ভক্তি করি ; তাহার প্রতিমুৰ্ত্তিচিত্র শুয়নঘরে