পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখn r7 গ্রন্থ-সমালোচনY/ 3のいう আপনার মন্দভাগ্য, জেনে, নাহি গণে নির্বাসিত সীতা । ভাবিতেছি শুধু মনে— ধৰ্ম্ম কি সহিলে, হায়, আজি অকারণে রাক্তহস্তে অপমান ?” বড় ভয়ঙ্কর কথা ; কিন্তু ইহাই স্বাভাবিক । বিনা মেঘে বজ্রপাতের ন্তায় অকস্মাৎ এই নিদারুণ নিৰ্ব্বাসনাজ্ঞ শুনিয়া সীতা যদি কিছুমাত্র বিচলিত ন হইতেন, তাহ হইলেই অসঙ্গত ও অস্বাভাবিক হইত। এই স্থলে ইহাও লক্ষ্য করিতে হইবে যে, উপরের কয় ছত্রে রামচন্দ্রের উদ্দেশে সীতা কেবল “রাজা’ শব্দ ব্যবহার করিয়াছেন --‘স্বামী’ শব্দ ব্যবহার করেন নাই । কিন্তু ক্ষণমধ্যেই সীতা আত্মসংবরণ করিয়া প্রকৃতিস্থ হইলেন । তখন ‘রাজা’ প্রায় ডুবিয়া গেল ; "স্বামীই প্রবল হইল । সীত। বলিলেন – “ব’লে৷ আৰ্য্যপুত্রপদে দীন জানকীর এই নিবেদন,—রজ। তিনি, তিনি স্বামী : তার কিছু নাহি দোষ । অভাগিনী আমি ! শুনেছি অনলে স্বর্ণ ধরে উজ্জ্বলতা : স্বর্ণ নহি—যুচিল না লিন্দা-মলিনতা ; কিন্তু ন হইমু ছাই । তাহার সন্তান ধরেছি যে গর্ভে আমি, যদি থাকে প্রাণ, পিতৃগুণে বিমণ্ডিয়া তুলিব বাছারে । আর এক কথা আছে, বলিও তাহারে – সাধিব দুশ্চর তপ ল’য়ে মনস্কাম, জন্মে জন্মে পতি যেন হ’ন মোর রাম ?” ইহার সৌন্দর্য্য ধ্যানগম্য, বচনীয় নহে। আমাদের বর্তমাগ বাজারে কবিদিগের হাতে পড়িলে সীতা যে এই স্থলে কত “হ হতাস্মি, হা দগ্ধাৰ্ম্মি’ করিতেন ; কত যে বক্ষে করাঘাত, কেশোৎপাটন, ভূপতন, মুচ্ছৰ্ণ প্রভৃতির অবতারণা হইত, তাহা মনে করিলে বিভীষিকার সঞ্চার হয়—কিন্তু একবিন্দু করুণরসের সঞ্চার হইত না । আর উপরকার এই কয় ছত্ৰে কত যে মৰ্ম্মস্তুদ যাতনা, কত যে সতীত্বের গৌরব, কত যে স্বামিভক্তি, কত যে আত্মবিসর্জনের সঙ্গে আত্ম প্রতিষ্ঠা ব্যক্ত হইয়াছে, তাহা ভাবিয়া বুঝিতে হইবে, আমরা বলিয়া বুঝাইতে অসমর্থ। “বঙ্গজননী’শীর্ষক কবিতা হইতে আরও একটু উদ্ধত করিয়া আমরা এই সমালোচনা শেষ করিব । * “ভাই ত ধিক্কার উঠে হৃদয়মাবারে, ম। যাহারে ছেড়ে আছে, মিছে গৰ্ব্ব তার ! তাই ছিন্ন হীনবল, তোমার সন্তানদল ! নাই শক্তি ভক্তি, নাই মান-অপমান : আছে শুধু সভ্যতার লক্ষকোটি ভাণ!” পুরুষের হাতে এমন লাঞ্ছনা আমরা অনেক পাইয়াছি, এবং ভাল ছেলের মতন অম্লানবদনে হজম করিয়া ফেলিয়াছি—চৈতন্ত হয় নাই, ধিক্কার হয় নাই। আজ স্ত্রীলোকের নিকটও লাঞ্ছিত হইয়া ধিক্কার হইবে কি ? ভাষাগত প্রাদেশিকতা দুইএক স্থানে লক্ষ্য করিয়াছি । দুইএকটা , কবিতা আবেগশূন্ত ; দুইএকটা কবিতা পূৰ্ব্বপ্রকাশিত কবিতার প্রতিধ্বনিমাত্র । কিন্তু যে পুস্তক পড়িয়া আনন্দলাভ করিয়াছি, তাহার ক্ষুদ্র ক্ষুদ্র দোষ ধরিব না ! نحو হিন্দু বিজ্ঞানসূত্র –ঐবিশ্বনিলুক রায়, ওরফে বি, এন, রায় প্রণীত। মূল্য কাগজে ১॥• দেড় টাকা, ঐ বাধাই ২২ দুই টাকা । $o পুস্তকখানি খুব বৃহৎ ন হইলেও, ক্ষুদ্র নহে । সৰ্ব্বশুদ্ধ প্রায় তিনশত পাতা।