পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Saty বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, শ্রাবণ । আকর্ষণ ” করিয়া আনে। কিন্তু অবোধ কি উহার পরে অত্যাচার করিতে বালিকার সে সম্বন্ধে কোন তৎপরতা দেখা হইবে ?” যাইতেছে না । একে রমেশের পাণ্ডিত্য যতটা, কাণ্ডজ্ঞান ততটা নাই, তাহাতে তাহার বর্তমান মুগ্ধ অবস্থায় তাহার সাংসারিক বুদ্ধি আরো অস্পষ্ট হইয়া গেছে। অন্নদাবাৰু প্রত্যহই বিশেষ প্রত্যাশার সহিত তাহার মুখের দিকে চান, কিন্তু কোন জবাবই পান না । XY ፩ - বিবাহের দিনে বরকনে যেমন রাজমর্য্যাদা লাভ করে—যে দুটি নরনারী পরস্পরকে আদর তেমনি । তাহার রাজা,— স্বৰ্য্যচন্দ্রতার বিশেষ করিয়া তাহদের জন্ত আলো জালে, এবং বিশ্বের সমস্ত সঙ্গীত বিশেষরূপে তাহtদেরই কর্ণ লক্ষ্য করিয়া নহবৎ জমাইয়া তোলে। ইচ্ছুক অনিচ্ছুক সকলেরই কাছ হইতে ইহারা আপনাদের রাজকরটুকু আদায় করিয়া নেয় । হতভাগ্য অক্ষয়কেও এই নব প্রেমের রসদ জোগাইতে হইয়াছে । অক্ষয়ের গলা বিশেষ ভাল ছিল না, কিন্তু সে যখন নিজে বেহালা বাজাইয়া গান গাহিত, তখন অত্যন্ত কড়া সমজদার ছাড়া সাধারণ শ্রোতার দল আপত্তি করিত না, এমন কি, আরো গাহিতে অনুরোধ করিত । অন্নদীবাবুর সঙ্গীতে বিশেষ অনুরক্তি ছিল না, কিন্তু সে কথা তিনি কবুল করিতে পারিতেন ন—তবু তিনি আত্মরক্ষার কথঞ্চিৎ চেষ্টা Tকরিতেন। কেহ অক্ষয়কে গান গাহিতে অনুরোধ করিলে তিনি বলিতেন—“ঐ তোমাদের দোষ ! বেচার গাহিতে পারে বলিয়াই অক্ষয় বিনয় করিয়া বলিত—“না না অন্নদাবাবু, সেজন্ত ভাবিবেন না—অত্যাচারটা কাহার পরে হইবে, সেইটেই বিচাৰ্য্য !” অনুরোধের তরফ হইতে জবাব আসিত, “তবে পরীক্ষণ হউকৃ !” সেদিন অপরাহ্লে খুব ঘনঘোর করিয়৷ মেঘ করিয়া আসিয়াছিল । সন্ধ্যা হইয়। আসিল, তবু বৃষ্টির বিরাম নাই। অক্ষয় আবদ্ধ হইয়া পড়িল । হেমনলিনী কহিল, “অক্ষয়বাবু, একটা গান করুন।” অন্নদাবাবু কহিলেন—“এমন বাদলার দিনে কি গল। কণহারো ভাল থাকিতে পারে ? দেখ না, সর্দিতে আমার গলা দিয়া কথা বাহির হইতেছে না । আজ এই যে একহস্ত ধরিয়া সর্দি হইয়াছে, কিছুতেই ছাড়িতেছে না । প্রথম আরম্ভ হয়, যেদিন প্রবোধের বাড়ীতে নিমন্ত্রণ খাইতে গিয়াছিলাম । যখন গেলাম, তখন বেশ রৌদ্র উঠিয়াছিল, তার পরে---” হেমনলিনী । বাবা, তুমি মিথ্যা ভয় করিতেছ, অক্ষয়বাবুর ত সর্দির কোন লক্ষণ নাই, গলা বেশ আছে। অক্ষয়বাবু, এই বেহালাটা মিলাইয় নিন। এই বলিয়া হেমনলিনী হাৰ্ম্মোনিয়মে স্বর দিল । অন্নদাবাবুর রোগোৎপত্তির ইতিহাস ভাবী ক্ষযোগের অপেক্ষায় অসমাপ্ত হইয়া রহিল । অক্ষয় বেহাল মিলাইয়া লইয়া হিন্দুস্থানী গান ধরিল – “बाबू बशै” भूब्रटेयpl, मैौन नशे बिम ध्न-भt r: