১৬৪ । বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, শ্রাবণ । এবং পালন করিব, এ বিষয়ে আপনি নিশ্চিন্তু হইবেন—এ সম্বন্ধে আর অধিক আলোচনা করিবার প্রয়োজন নাই । অক্ষয় । আমাকে বঁ রমেশবাৰু! এত দীর্ঘকাল পরে আপনি যে কৰ্ত্তব্য স্থির করিবেন এবং পালন করিবেন বলিতেছেন, ইহাতেই আমি নিশ্চিন্ত হইলাম--আপনার সঙ্গে আলোচনা করিবার সথ আমার নাই। আপনার সঙ্গীতচর্চায় বাধা দিয়া অপরাধী হইয়াছি—মাপ করিবেন । আপনি পুনৰ্ব্বার স্বরু করুন, আমি বিদায় হুইলাম . এই বলিয়া অক্ষয় ক্রতবেগে বাহির হইয়া গেল । ইহার পরে অত্যন্ত বেস্বরে সঙ্গীতচর্চাও আর চলে না । রমেশ মাথার নীচে দুই হাত রাখিয়া বিছানার উপরে চিৎ হইয়। গুইয়া পড়িল । অনেকক্ষণ এইভাবে গেল । হঠাৎ ঘড়িতে টংটং করিয়া পাচটা বাজিল শুনিয়াই সে দ্রুত উঠিয়া পড়িল । কি কর্তব্য স্থির করিল, তাহ অন্তর্যামীই জানেন —কিন্তু আশু প্রতিবেশীর ঘরে গিয়া যে পেয়ালা-দুয়েক চ খাওয়া কৰ্ত্তব্য, সে সম্বন্ধে তাহার মনে দ্বিধামাত্র রহিল না । হেমনলিনী চকিত হইয়া কহিল, “রমেশবাবুং আপনার কি অসুখ করিয়াছে ?” রমেশ কহিল—“বিশেষ কিছু না ।” অন্নদাবাবু কহিলেন—“আর কিছুই নয়, হজমের গোল হইয়াছে—পিত্তাধিক্য । আমি যে পিল ব্যবহার করিয়া থাকি, তাহার একটা খাইয়া দেখ দেখি--” t్క রমেশ কহিল—“ন, পিল খাইবার মত م-at چx*ةf অন্নদা। না না, একবার পরীক্ষণ করিয়াই দেখ না, ইহাতে অনিষ্ট ত কিছু হইবে না, ভালই হইতে পারে। অগত্য রমেশকে পিল খাইতে হইল। হেমনলিনী হাসিয়া কহিল, “বাবা, তোমার ঐ পিল খাওয়াও নাই, তোমার এমন আলাপী কেহ দেখি ন!—কিন্তু তাহাদের এমন কি উপকার হইয়াছে ?” অন্নদা। অনিষ্ট ত হয় নাই। আমি যে নিজে পরীক্ষা করিয়া দেখিয়াছি—এপর্য্যস্ত যতরকম পিল খাইয়াছি, এইটেই সবচেয়ে উপকারী। হেমনলিনী । বাব, যখনি তুমি একটা নুতন পিল খাইতে আরম্ভ কর, তখনি কিছুদিন তাহার অশেষ গুণ দেখিতে পাও—এমন কত রকমের পিল তুমি তোমার কত নিরোগী বন্ধুকে খাওয়াইয়াছ বল দেখি । অন্নদা । তোমরা কিছুই বিশ্বাস কর না—আচ্ছা, অক্ষয়কে জিজ্ঞাসা করিয়ো দেখি, আমার চিকিৎসায় সে উপকার পাইয়াছে कि नां । সেই প্রামাণ্য-সাক্ষীকে তলবের ভয়ে হেমনলিনীকে নিরুত্তর হইতে হইল। কিন্তু সাক্ষী আপনি আসিয়া হাজির হইল।-আসিস্নাই অন্নদাবাবুকে কহিল—“অন্নদাবাবু, আপনার সেই পিল আমাকে আর একটি দিতে হইবে । বড় উপকার হইয়াছে । আজ শরীর এমনি হালকা বোধ হইতেছে।” অন্নদাবাবু সগৰ্ব্বে তাহার কন্সার মুখের দিকে তাকাইলেন । - --- ক্রমশ ।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।