পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిe. ' ं बझङ्गुनः । [ ৩য় বর্ষ, বশৈাখ । শেষ দেখিতে পাওয়া যায়, তাহারই মধ্যে এই সরল নিরলঙ্কার উন্নত স্তম্ভ সৰ্ব্বাগ্রে পথিকের দৃষ্টি আকর্ষণ করে । পুরাতত্ত্ববিৎ পণ্ডিত কানিংহামের মতে অশোকস্তম্ভের মধ্যে ইহাই ঐতিহাসিকের নিকট সৰ্ব্বাপেক্ষ মূল্যৰাৰু। এই স্তম্ভের দৈর্ঘ্যসম্বন্ধে অনেক বাদাস্থবাদ আছে—যাহা হউক, এখন সকলেরই মতে ইহা ৪২ফুট ৭ইঞ্চি উচ্চ বলিয়া স্থিরীকৃত হইয়াছে । ইহা সাধারণ বালুকপ্রস্তরে ( Sand Stone ) নিৰ্ম্মিত, কিন্তু এই উপাদান লইয়া যে সকল হাস্তকর ভ্রমপ্রমাদ ছিল, তাহার দুইএকটা উদাহরণ দিবার লোভ সংবরণ করিতে পারিলাম না । Torn Coryat ইহাকে পিত্তলনিৰ্ম্মিত বলিয়। বর্ণনা করিয়াছেন এবং তাহার মনোমুগ্ধকর বর্ণনা •rto Edward Terry oxtos “Very great pillar of marble” of Tai ostă গৌরব বাড়াইয়াছেন । বিশপ হিবর ইহাকে Pillar of gast metal" of Hitka কানিংহ্যাম সাহেবের মতে এই স্তম্ভের উপরের ব্যাস ২৫-৩ ইঞ্চি এবং নিম্নভাগের ব্যাস ৩৮-৮ ইঞ্চি । এই বৃহৎ স্তম্ভ প্রস্তরনিৰ্ম্মিত গৃহের সৰ্ব্বোচ্চ তলের ছাদের উপরে স্থাপিত । বাদশাহ আকবরের সময়ে ইহার অবস্থ। কিরূপ ছিল, তৎসম্বন্ধে মহম্মদ আমিন রাজি র্তাহার ‘তকৃত-ই-খালিম’-নামক 'গ্রন্থে লিপ্পিয়াছেন—”এই লালপ্রস্তরনিৰ্ম্মিত উচ্চ স্তম্ভ ত্রিতল প্রাসাদের উপর দণ্ডায়মান ।” এক্ষেণে ইহার গঠনবর্ণনায় বেশী সময় ব্যয় না করিয়া অস্তান্ত বিষয়ের আলোচনা করা কাউক । এই স্তম্ভ এস্থানে অশোককর্তৃক স্থাপিত হয় নাই। ইহা পুৰ্ব্বে মিরাটের নিকট যমুনাতীরবর্তী নাহেরা-নামক গ্রামে ছিল । ইহা দিল্লী হইতে প্রায় ১২০ মাইল দূরে। ১৩৫৬ খৃষ্টাবো বাদশাহ ফিরোজশাহ কর্তৃক এই স্তম্ভ নাহের হইতে র্তাহার নুতন রাজধানী ফিরোজাবাদের শোভাবৰ্দ্ধনার্থ আনীত হইয়াছিল। কিন্তু কিপ্রকারে এই সুবৃহৎ প্রস্তরস্তম্ভ এতদুর হইতে আনয়ন করা . হয়—সৈয়দ আমেদৰ্থ তাহার ষে বৃত্তান্ত দিয়াছেন, তাহূ অতিশয় কৌতুকপ্রদ। অপ্রাষঙ্গিক হইবে না বিবেচনায় আমরা এস্থলে তাহার উল্লেখ করিতেছি। তিনি বলেন—সৰ্ব্বপ্রথমে ইহার চতুর্দিক শিমুলতুলদ্বারা আবৃত করিয়া ইহার নিমের মাটি খুঁড়িয়া লওয়া হইল এবং ধীরে ধীরে ইহাকে তুলার বস্তার উপর শায়িত করা হইল। তৎপরে বিয়াল্লিশখানি-চক্র-বিশিষ্ট এক যানের উপরে এই বিশাল স্তম্ভকে উঠান হইল। প্রত্যেক চক্রের নিকট একগাছি করিয়া রজ্জ বাধিয়া বিপুল চেষ্টায় ও বহুসংখ্যক লোকের দ্বারায় ইহাকে যমুনাতীরে আনা হইল। এই স্থানে বাদশাহ স্বয়ং ইহার অভ্যর্থনা করিতে আসিলেন। এখানে অনেকগুলি সুবৃহৎ নৌকা সংগৃহীত ছিল—বহু আয়াসে এই স্তম্ভকে তাহদের উপর উঠাইয়া দিল্লীতে আনা হইল ও নুতন রাজধানী ফিরোজাবাদে স্থাপনের উদেযাগ চলিতে লাগিল। প্রথমে এক স্বপ্রশস্ত, নাতি-উচ্চ প্রস্তরভিত্তির উপর ইহাকে স্থাপিত করা হইল। এইপ্রকারে এক একটি সোপানের পর সোপান নিৰ্ম্মাণ করিয়া ইহার মুলকে উচ্চ হইতে উচ্চতর স্থানে উঠাইয়া কৌশলে ইহাকে