পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Slyశి -o५ठ्बन १ीजौं शूनरू शैग्न ५खउizछन्न शृंश् আমাদিগকে দেখাইতেছিলেন ; তিনি খুব তারিফ করিয়া একটি “ক্রোমোলিথোগ্রাফআমাকে দেখাইয়া বলিলেন ঃ—“এই ছবিটি কি সুন্দর ”—ছবিটি হ’চ্চে হাইড্রপার্কে “চৌধুড়ি-ক্লবের” সম্মিলনের একটি প্রতিকৃতি। এই “জেন্টলম্যানটি বিলক্ষণ ধনী ও যথেষ্ট শিক্ষিত ; ঐ ক্লবের সভ্য হইবেন বলিয়া তিনি অনায়াসেই আশা করিতে পারেন ; তবে কি নL শুামবর্ণের প্রতিকুলে ইংরাজের যেরূপ কুসংস্কার, তাহাতে সে আশা পূর্ণ ন হইতেও পারে। ভদ্রবংশীয় পাসাযুবকেরা ইংরাজসমাজে মিশিবার জন্ত যথাসাধ্য চেষ্টা করিয়া থাকে ; শিক্ষা শেষ করিবার জন্ত তাহার প্রায় সকলেই ইংলণ্ডে যাত্রা করে। তাহীদের মধ্যে অনেকেই খুব দেশপৰ্য্যটন করিয়াছে, এবং অনেক ভাষায় কথা কহিতে পারে। তাহাদের মধ্যে কেহ-কেহ খৃষ্টধৰ্ম্মাবলম্বী ; আবার অনেকেই পাশ্চাত্যদেশের সংশয়বাদ গ্রহণ করিয়াছে ও স্বীয় প্রাচীন আচারব্যবহারের প্রতি অবজ্ঞা প্রদর্শন করিয়া থাকে। পাসাঁদের প্রাচীনশাস্ত্রাক্ষসীরে ধূমপান নিষিদ্ধ ও নিন্দনীয়। জোরোয়াষ্টার এ কথা স্বীকার করেন যে, শুধু রন্ধনের জন্ত অগ্নি ব্যবহার করা যাইতে পারে, কিন্তু. বলেন, বিনা-প্রয়োজনে, পঞ্চভূতের মধ্যে যাহা সৰ্ব্বাপেক্ষ বিশুদ্ধ, সেই অগ্নিকে নিশ্বাসের স্পর্শে দূষিত ও অপবিত্র করা—ইহা অপেক্ষী দেবাবমাননা আর কি হইতে পারে ? পার্সী-ধুমপায়ীর নিকট এইরূপ আপত্তি উত্থাপিত হইলে তিনি তাহার উত্তরে এইরূপ কুটতর্ক করেন যে, বঙ্গজঙ্গল । [ ৩য় বর্ষ, শোষণ । জোরোয়াঃারের সমর তামাকৃ-সামগ্রীট অজ্ঞাত ছিল ; অতএব পাসী-ধৰ্ম্মের নিষিদ্ধ সামগ্রীর তালিকার মধ্যে উহাকে ধরা যাইতে পারে না। ভারতবর্ষের মধ্যে প্রায় শুধু পাসীরাই স্বীয় পত্নীদিগকে শিক্ষা দিয়া থাকে এবং তাহাদিগকে সঙ্গে করিয়া প্রকাশুস্থানে লইয়া যায়। সঙ্গতিসম্পন্ন পাসাঁ-মহিলারা দ্বিচক্র-রথারোহণে ও টেনিস-ক্রীড়ায় ইংরাজললনীদিগের সহিত টক্কর দেয় । উহাদের মধ্যে অনেকে বালিকাবিদ্যালয়ের শিক্ষয়িত্রীর পদে নিযুক্ত। এই সকল পাসীমহিলারা খৰ্ব্বাকৃতি, কৃশ, চোখে-চসমৃ } উহাদের মুখে জাগ্রৎ-জীবন্ত ভাব স্ফৰ্ত্তি পায় ; হিন্দুমহিলাদিগের ঔৎসুক্যহীন নিতাস্ত সরল মুখের ভাব ইহার ঠিক বিপরীত । যাহা হউক, পার্সাঁ-মহিলারা এখনও দেশীয় ধরণে শাড়ী পরিধান করে। পাসাঁদের স্থাপিত বালিকাবিদ্যালয়ে পাশ্চাত্যপ্রভাব সৰ্ব্বাংশে প্রবেশ করিয়াছে । ছাত্রীরা ইংরাজিতে গান offLE, “God save the King”–“,ề Tā পিয়ানোয় বাজায়। পাসীরা সংখ্যায় নিতান্ত অল্প না হইলে, উহার যেরূপ সৰ্ব্বপ্রকার পাশ্চাত্যপ্রভাব গ্রহণে উন্মুখ, তাহাতে উহারা ভারতবর্ষকে দ্বিতীয় জাপান—কিংবা, অন্তত স্বতন্ত্রশাসনাত্মক একটি উপনিবেশ করিয়া তুলিতে পারিত। ভারতবর্ষীয়-ধৰ্ম্ম-সঙ্গন্ধে . গ্রন্থকার এইরূপ বলেন 3– বহু পুরাকাল হইতে, ভারতবর্ষ ক্ষুদ্রবৃহৎ নানাবিধ দেবালয়ে সম্যচ্ছল্প । কোন প্রতিমূৰ্ত্তি তরুতলে, কোন স্থলধরণে গঠিত প্রস্তরমূৰ্ত্তি কোন উৎসের নিকট কিংবা