চতুর্থ সংখ্যা । ] প্রাচীন আৰ্ম্মেনীয়ায় হিন্দু-উপনিবেশ । >S心 স্বয় রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলিয়া রাজা তাহীদের দমনার্থ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত কতকগুলি সৈন্ত প্রেরণ করেন । উহার পলাইয়া আৰ্ম্মেনীরাদেশে ভালারসেসেস ( valarsaces ) রাজার রাজ্যে যাইয়া আত্মরক্ষা করিয়াছিল। উক্ত রাজা তাহtদের আশ্রয়দান করিয়া “তারণ”-(Taron )নামক দেশের শাসনভার অর্পণ করেন । এই স্থানে তাহাদের চেষ্টায় বিশাপ ( Bishap ), qśnta gtern ( Dragon ), FitzR নগর স্থাপিত হয় । তাহার পর তাহারা “sfoors”-(Ashtishat )--two স্থানে যাইয়া ভারতবর্ষীয় কতকগুলি দেবদেবীর প্রতিমূৰ্ত্তি সংস্থাপিত করে। পঞ্চাশৎ বর্ষ পরে কোন অপরিজ্ঞাত কারণে তথাকার রাজা তাহাদিগকে নিহত করিলে কুয়র ( Kaur ), cargā (Meghti) a-se cętrāR ( Horain ) নামে তাহদের তিনটি বংশধর বিষয়ের উত্তরাধিকারী হয় । কুয়র তাহার স্বনামে একটি নগর স্থাপন করে । ঐ নগর এখনও কুয়রনামে বর্তমান । মেঘতীও নিজ নামে একটি গ্রাম স্থাপন করে । হোরেন পালুনীস-( Paluniss )-প্রদেশে স্বনামে “হোরেন”গ্রামের নামকরণ করিয়াছিল। যাহা হউক, কিছুকাল পরে স্থানান্তরে বাস করিতে তাহাদের ইচ্ছ হয় । তথাকার পাৰ্ব্বত্যপ্রদেশের “কাকী”( Karki )-নামক স্থানই উহাদের বাসস্থান নিৰ্দ্ধারিত হইল। ঐ স্থান অতি রমণীয়,— প্রকৃতির চিরসৌন্দৰ্য্যসম্ভারে পরিপূর্ণ। উহার মনোহর প্রাকৃতিক সৌন্দর্ঘ্যে বিমুগ্ধ হইয়াই তাহারা ঐস্থানে বাস করে। “কেশিনী” ও “দেমিতর দেবতার প্রতিমূৰ্ত্তি স্থাপিত হইলে দেবদ্বয়ের পুজার বন্দোবস্তের জন্ত জনৈক ব্রাহ্মণ পুরোহিত নিয়েtজিত হইয়াছিলেন । এইরূপ বিবরণ দিয়া লেখক বলিতেছেন যে, উপরি-উক্ত রাজপুত্রদ্বয় ঠিকৃ কোন সময়ে ভারতবর্ষ হইতে বিতাড়িত হইয়া আৰ্ম্মেনীয়ায় আসিয়া উপনিবেশ স্থাপন করে, তাহার কোন বিশেষ প্রমাণ পাওয়া যায় না । তবে অনুমানের উপর নির্ভর করিয়া অনেকে খৃষ্টজন্মগ্রহণের প্রায় দেড়শত কি দুইশত বর্ষ পূৰ্ব্বে তাহার। আৰ্ম্মেনীয়ায় আগমন করে, এইরূপ বলিয়৷ থাকেন। খৃষ্টজগতের স্বপ্রসিদ্ধ পাদরীপুঙ্গব “সেণ্ট গ্রিগরী” ( St. Gregory ) এই সময়ের লোক । তিনি আৰ্ম্মেনীয়া প্রদেশে হিন্দু পৌত্তলিকের বসবাসের কথা শুনিয়াছিলেন । শাস্তিসেবক যিশুখৃষ্টের হিন্দুদ্ধেৰী বীরশিষ্য “সেন্ট গ্রিগরী” মহম্মদীয় নীতির চিরন্তন প্রথানুসারে পালুনীসপ্রদেশবাসীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়ছিলেন। সুপ্রসিদ্ধ সোমনাথের মন্দিরলুণ্ঠনকারী সুলতান মামুদের দ্যায় খৃষ্টশিষ্য পাদরী সেন্ট গ্রিগরী পলুনীসপ্রদেশের হিন্দুদেবদেবীধ্বংস মনস্থ করেন । হিন্দুরা virós afgste-( Hasteus ১-রাজপুত্রের প্রমুখাৎ এই সংবাদ প্রাপ্ত হইয়াছিলেন । সেইদিবস গভীর নিশীথে তাহারা অতি সতর্কভাবে দেবমূৰ্ত্তিসকল স্থানান্তরিত করে এবং দেবসেবায় নিয়োজিত অস্থাবর সম্পত্তি—টীকাকড়ি প্রভূতি সমস্তই নিরাপদে ভূমধ্যে প্রোথিত করিয়া ফেলে।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।