পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bసిశి श्वशृङ्गं । [ গুর বর্ধ, শ্রাবণ । এই সমস্ত কাৰ্য্য সেই রাত্রির মধ্যেই বিশেষ সাবধানে সমাধান করিয়া তাহারা যুদ্ধের জন্ত প্রস্তুত হইতে লাগিল । তাহারা প্রতিজ্ঞ। করিল, হয় এই যুদ্ধে জয়ী হইয় আপনাদের পিতৃপিতামহের ধৰ্ম্মবিশ্বাস অক্ষুণ্ণ রাখিবে, না হয় মৃত্যুকে আলিঙ্গন করিয়া চিরশাস্তি নিকেতনে গমন করিবে ! এই যুদ্ধে তাহাদের পরাজয় হইল বটে—কিন্তু তাহারা স্বদেশের ও স্বধৰ্ম্মের জন্ত যে অপুৰ্ব্ব বীরত্ব দেখাইয়া আপনাদের দেহবিসর্জন করিল—বস্তুত তাহ সৰ্ব্বদেশেই সৰ্ব্বথা প্রশংসনীয় ও বিস্ময়কর। পালুনীসবাসী পরাজিত হিন্দুর নিরাশ্রয় হইয়া একে একে প্রাণত্যাগ করিতে লাগিল । ইহাদের সংখ্যা নাকি প্রায় ১০৩৮। অবশিষ্ট অধিবাসী হৃতসৰ্ব্বস্ব ও বিতাড়িত হইল। অবশেষে সেল্লিসের ( Sennises ) রাজপুত্র সন্ধিস্থাপন করিলেন । প্রধান পুরোহিতবংশধর আৰ্ম্মেনীরাজের নিকট মৃত হিন্দুগণের দেহ সমাহিত করিবার অনুমতি চাহিলেন । রাজপুত্র অমুমতি দিলে, তিনি ঐ সমস্ত মৃতদেহ পুঞ্জীকৃত করিয়া বিশৃঙ্খলভাবে সমাহিত করিলেন । অবশেষে সেই সকল সমাধিস্তম্ভে জেতৃপক্ষ হইতে সিরিয়া, হেলেনীয়া ও ইস্মাইল ভাষায় নিম্নলিখিত কয়েকছত্ৰ লিপিবদ্ধ হইল – “প্রথম যুদ্ধ অতি ভীষণভাবে হুইয়াছিল। এই যুদ্ধের প্রধান পাও (সেনাপতি ) অর্জমৃ-( Arzam )-নামক জনৈক হিন্দুপুরোহিত । "ইহার সহিত এক হাজার আটত্রিশ জন এইস্থানে সমাহিত হয় । “আমরা প্রভু যিশু খৃষ্টের পক্ষ হইয়t “কেশিনী” দেবতার বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করি।” 4 লেখক “জেনোবিয়স স্বয়ং স্বচক্ষে দর্শন করিয়া নাকি এই বিষয় যথাযথ লিপিবদ্ধ করিয়াছিলেন। যাহা হউক, সন্ধি স্থাপিত হইলে পাদরী সেন্ট গ্রিগরী পরাজিত হিন্দুদিগকে ( প্রায় ৫০৫০ জনকে ) বলপুৰ্ব্বক খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করেন। এই সকল হিন্দুদের ভিতৰু অধিকাংশই পুরুষ, তাহার পরে তাহীদের স্ত্রীকন্যাগণও ছবৃত্ত খৃষ্টানের অত্যাচার হইত্তে আপনাদের মানসন্ত্রমরক্ষার্থ পতিপুত্রের অমুসরণ করে । যাহারা খৃষ্টান হইতে অস্বীকার করিয়াছিল, মস্তকমুগুন করিয়া তাহtদিগকে কারাগারে নিক্ষেপ করা হয় । মস্তকমুণ্ডলটা “কেশিনী”-উপাসক হিন্দুগণ অত্যস্ত প্ৰমপমানজনক বলিয়া মনে করিতেন । কারাগারে নিক্ষিপ্ত এই সকল স্বধৰ্ম্মনিরত হিন্দুর সংখ্যা প্রায় চারিশত । ঐরমেশচন্দ্র বস্ব ।