পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—তাহারা পথপ্রাস্ত মনুষ্যগণকে এবং জন্তুদিগকে ছায়াদান করিবে । “আমি বহু অন্ত্রিবৃক্ষ রোপণ করাইয়াছি এবং অৰ্দ্ধক্রোশাস্তরে কুপ খনন করাইয়াছি —রাত্রিকালে বিশ্রামার্থ বাসভবনসমুহ নিৰ্ম্মাণ করাইয়াছি । মনুষ্য এবং পশুগণের জুখস্বাচ্ছন্দ্যের জন্ত আমি কত স্থানে কত বাসস্থান নিৰ্ম্মাণ করাইয়াছি, তাহার ইয়ত্তা আছে কি ? মনুষ্যগণ পথে এই নব বাসভবনসমূহে নানাবিধ মুখ পাইয়া যেমন আনন্দিত হইবে, তেমনি তাহারা যেন আমার উদ্দেশ্য বুঝিয়া দয়াত্ৰত গ্রহণ করে।—ইহাই [ ৩য় বর্ষ, বৈশাখ । আমার উদ্দেশু—এইরূপই আমি করিয়াছি। * * এই সমস্ত বিধি এই উদ্দেশ্যেই প্রচারিত হইল—আমার পুত্র-পুত্রের পুত্র পর্য্যন্ত —যতকাল স্বৰ্য্যচন্দ্র থাকিবে, ততকাল পর্য্যন্ত —ইহারা বর্তমান থাকিবে। * * অামার রাজত্বকালের সপ্তবিংশ বর্ষে আমি এই ধৰ্ম্মমুশাসন লিপিবদ্ধ করাইয়াছি। দেবতাদিগের প্রিয় . রাজা প্রিয়দর্শী বলিতেছেন— প্রস্তরফলক এবং স্তম্ভসমূহ নিৰ্ম্মিত হউক এবং তদুপরি এই সকল ধৰ্ম্মান্থশাসন খোদিত হউক। সে সকল যেন অনন্তকাল পর্য্যন্ত বর্তমান থাকে ৷” অধ্যাপক— • শাস্তিনিকেতন, ব্ৰহ্মচৰ্য্যাশ্রম। চৈত্রের গান। ওরে আমার কৰ্ম্মহারা ওরে আমার স্বষ্টিছাড়া ওরে আমার মনরে আমার মন । জানিনে তুই কিসের লাগি কোন জগতে আছিস জাগি,” কোন সেকালের বিলুপ্ত ভুবন । কোন পুরাণে যুগের বাণী তোমার মুখে উঠচে আজি ফুটে ! অনন্ত তোর প্রাচীন স্থতি কোন ভাষাতে গাথচেঙ্গীতি শুনে চুক্ষে অশ্রুধারা ছুটে । . আজি সকল আকাশ জুড়ে যাচ্চে-তোমার পাখা উড়ে .তোমার সাথে চলতে আমি নারি ।