পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৯ चञ्चल्लऑन । [ ৩য় বর্ষ, ভাত্র । হইতে পরিবে, এইরূপ তাহার অাশা ছিল, তা ছাড়া অব্যক্ত সঙ্গীত ত অাছেই । রমেশ ঘরে ঢুকিতেই হেমনলিনীর মুখে একটি উজ্জল-কোমল অভিা পড়িল । কিন্তু সে আভা মুহূৰ্ত্তেই মান হইয়া গেল যখন রমেশ অীর-কোন কথা না বলিয়া প্রথমেই জিজ্ঞাসা করিল—“অন্নদাবাবু কোথায় ?” হেমনলিনী উত্তর করিল—“বাবা তাহার বুসিবার ঘরে আছেন । কেন ? তাহাকে কি এখনি প্রয়োজন আছে ? তিনি ত সেই চা খাইবার সময় নামিয়া আসিবেন।” রমেশ । না, আমার বিশেষ প্রয়োজন আছে। আর বিলম্ব করা উচিত হইবে না । হেমনলিনী। তবে বান, তিনি ঘরেই আছেন । রমেশ চলিয়া গেল। প্রয়োজন আছে । প্রয়োজনের চেয়ে বেশি কিছুই নাই! সংসারে প্রয়োজনেরই কেবল সবুর সয় না । আর ভালবাসাকেই স্বারের বাহিরে অবকাশ প্রতীক্ষা করিয়া বসিয়া থাকিতে হয় । শরতের এই অমান দিন যেন নিশ্বাস ফেলিয়া আপন আনন্দভাণ্ডারের সোনার সিংহদ্বারটি বন্ধ করিয়া দিল । হেমনলিনী হাৰ্ম্মোনিয়মের নিকট হইতে চৌকি সরাইয়। লইয়া টেবিলের কাছে বসিয়া একমনে সেলাই করিতে প্রবৃত্ত হইল। ছুচ ফুটিতে লাগিল কেবল বাহিরে নহে, ভিতরেও । রমেশের প্রয়োজনও শীঘ্ৰ শেষ হইল না। প্রয়োজন রাজার মত আপনার পুরা সময় লয়—আর ভালবাসা কাঙাল ! ক্রমশ । চিঠি । عساصہ حجمعبھیعیخی_aیحیمم۔ লা জানি কারে দেখিয়াছি, দেখেছি কণর মুখ । প্রভাতে আজি পেয়েছি তার চিঠি । পেয়েছি এই স্বখে আছি, পেয়েছি এই স্থখ ! কারেও আমি দেখাবনাক সেটি । লিখন আমি নাহি জানি, বুঝি না কি যে আছে বাণী, বা অাছে থাকৃ অামারি থাকৃ তাহা । পেয়েছি এই সুখে আজি পবনে উঠে বেণু বাজি", পেয়েছি মুখে পরাণ গাহে আহ !