এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পঞ্চম সংখ্যা । ] 命仓; 总为容 পণ্ডিত সে কোথা আছে, শুনেছি নাকি তিনি পড়িয়া দেন লিখন নানামত t যাব না আমি তার কাছে, র্তাহারে নাহি চিনি, থাকুন ল’য়ে পুরাণে পুথি যত । শুনিয়া কথা পাব না দিশে, বুঝেন কি না বুঝিব কিসে । ধন্দ ল’য়ে পড়িব মহাগোলে ! তাঙ্গর চেয়ে এ লিপিখানি মাথায় কৰ্ভু রাখিব আনি যতনে কৰ্ভু তুলিব ধরি কোলে ? জঙ্গনী যবে আঁধারিয়া আসিবে চারিধারে গগনে যবে উঠিবে গ্ৰহতারা, ধরিব লিপি প্রসারিয়া বসিয়া গৃহদ্বারে পুলকে র’ব হ’য়ে পলকহারা ! তথন নদী চলিবে বাহি” যা আছে লেখা তাহাই গাহি’, লিপির গান গাবে বনের পাতা ! আকাশ হ’তে সপ্তঋষি গাহিবে ভেদি গহন নিশি গভীর তীনে গোপন এই গাথা । "বুঝি না বুঝি খেদ কিবা, র’ব অবোধসম ! পেয়েছি যাহা কে ল’বে তাহা কাড়ি’ ! রয়েছে যাহা নিশিদিৰ রহিবে তাহ মম, বুকের ধন যাবে না বুক ছাড়ি’ ।