পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミネ8 বিশ্বনিয়ন্ত মাতৃগর্ত হইতে পরম স্বহৃদরূপে গড়িয়া দিয়া আমাদিগকে প্রকৃত সৌহার্দ শিখাইবেন, তাহাদিগকে বিদায় দিয়া পঞ্জাব ও পুণা হইতে আমরা স্বহৃৎ সংগ্ৰহ করিব, এ কথা কি বিশ্বাস্ত ? আজ আমাদের রাম বনবাসী, লক্ষ্মণ প্রাসাদশীর্ষ হইতে সেই দৃশু উপভোগ করেন ; আজ লক্ষ্মণের অন্ন জুটিতেছে না, রাম স্বর্ণখালে উপাদেয় আহার করিতেছেন। আজ আমাদের কষ্ট, দৈস্ত, ৰঙ্গদর্শন। { ৩য় বর্ষ, তাত্র । বনবাসের ছঃখ, সমস্তই দ্বিগুণতর পীড়ণদণক্ষক। লক্ষ্মণগণকে আমাদের ছঃখের সহায় ও চিরসঙ্গী মনে ভাবিতে ভুলিয়া যাইতেছি । হে ভ্রাতৃবৎসল, মহর্ষি বাল্মীকি তোমাকে আঁকিয়া গিয়াছেন–চিত্রহিসাবে নহে ; হিন্দুর গৃহদেবতাস্বরূপ তুমি এপর্য্যস্ত প্রতিষ্ঠিত ছিলে । আবার তুমি হিন্দুর ঘরে ফিরিয়া এস, জামাদের দক্ষিণবাহ অভিনববলদৃপ্ত হইয়া উঠিৰে —আমরা এ দুদিনের অস্ত দেখিতে পাইব । ঐদীনেশচন্দ্র সেন । আজিকার ভারতবর্ষ। [ ইংরাজের শাসনপদ্ধতি । ] ভারতপৰ্য্যটক অ্যালবের মের্ত্য, ফরাসী পদ্ধক্তির সহিত তুলনা করিয়া, ইংরাজের শাসনপদ্ধতির যেরূপ সমালোচনা করিয়াছেন, তাহার সার-মৰ্ম্ম নিম্নে দেওয়া যাই তেছে – ভারতবর্ষে ইংরাজ-শাসনতন্ত্র-সম্বন্ধে কাহারে ব। অমুকুল, কাহারে বা প্রতিকুল অভিমত থাকিতে পারে, কিন্তু ইহ সকলকেই স্বীকার করিতে হইবে, কাৰ্য্যত অতীব দৃঢ় ও স্থপৃঙ্খল ভাবে ইহার প্রয়োগ হইয়া থাকে এবং র্যাহারা ইহার প্রয়োগ করিয়া থাকেন, তাহদের হস্তে প্রভূত কর্তৃত্বও দেওয়া হইয়া থাকে । এই রাজ্যতন্ত্রের তলদেশে, “দেশীয়গণ” ও উপরিভাগে ইংরাজের অধিষ্ঠিত । ইংরাজ রাজপুরুষেরা সবিভব অনুচরবর্গে পরিবৃত ; দেশীয় ভাষায় এতটা অভিজ্ঞ যে, তাহারা অধীনস্থ কৰ্ম্মচারীদিগের কার্য্য স্বয়ং তত্বাবধান ও নিয়মিত করিতে পারেন । সেই সকল কৰ্ম্মচারীদিগকে রীতিমত নিয়মে জীবদ্ধ করিয়া, স্থানীয় স্বার্থ, স্থানীয় প্রতিদ্বম্বিত৷ ও স্থানীয় দলাদলির বাহিরে তাহাদিগকে স্থাপন করা হয় ; সৰ্ব্বশেষে, তাহীদের পৃষ্ঠবলস্বরূপ সুসংহত সৈম্ভমওলী অবস্থিত । এই প্রকারে, তাহারা দেড়শত বৎসর বাবৎ, বিশ কোটিরও অধিক লোক শাসন করিতে সমর্থ হইয়াছেন, এবং অষ্টাদশ শতাব্দীর অরাজকতার পর, তারতে ত্ৰিটেনীয় শক্তি স্থাপন করিয়াছেন । এই কালের মধ্যে, ১৮৫৭ অব্দের সিপাহীবিশ্লোহ ছাড়া অগ্নি