পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আজিকার ভারতবর্ষ। পঞ্চম সংখ্যা । ] ミネの কোন গুরুতর বিদ্রোহ উপস্থিত হয় দিগেরও প্রতি সেইরূপ সম্মান প্রদর্শন করিয়া নাই । থাকেন । এইরূপে, উচ্চদরের দেশীয়দিগের ইংরাজের ভারতরাজ্য দেখিয়া যেরূপ একটি অখণ্ডতার ভাব মনে অাইসে, ফরাসীঅধিকৃত ভারত-ভূখণ্ডগুলি দেখিয়া—রাজ্যহীন শুধু পাচটি নগর দেখিয়া, সে ভাব মনে আইসে না । ইংরাজদিগের দ্যায় ফরাসীদিগের মধ্যেও, কৃষ্ণবর্ণ দেশীয় লোকের বিদ্বেষী, নিষ্ঠুর অবজ্ঞাপরায়ণ ব্যক্তি কখনকখন দৃষ্ট হয় । কিন্তু সাধারণত ফরাসীরা ধনাঢ্য “দেশীয়” বণিকৃদিগের নিকট ছোটখাটো-বিষরে অনুগ্রহের প্রার্থী হইতে ইতস্তত করে না, “দেশীয়” উপপত্নী গ্রহণ করে, দোভাষীয় সাহায্য ব্যতীত রাজকাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে পারে না । এই সকল কারণে, অজ্ঞাতসারে ও অনেকসময় স্থানীয় বিবাদে তাহাদিগকে লিপ্ত হইতে হয় । আবার ফরাসীদিগের মধ্যে একদল কৰ্ম্মচারী এমনও দেখা যায় ( সংখ্যায় অল্প )—যাহারা উৎকৃষ্ট ইংরাজ-সিভিলিয়ানের সমকক্ষ, কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভাবের লোক । ইহার। আধুনিক ফ্রান্সের মৰ্ম্মগত বিশেষ-ভাব ও চিন্তা-প্রবাহ ভারতবর্ষে অপনয়ন করিতে সচেষ্ট । ইহাদের মধ্যে কেহ-কেহু, কোন সরকারী কাজকৰ্ম্ম খালি হইলে, উচ্চজাতীয় হিন্দুদিগের প্রতিবাদ সত্ত্বেও, কোন সুযোগ্য নীচজাতীয় “পারিয়া”কে সেই কৰ্ম্মে মনোনীত করা শ্লাঘার বিষয় मरन क८द्रन ? কেহ বা, ভারতবর্ষের সমাজ ও ধৰ্ম্ম সংক্রাস্ত ইতিহাস অনুশীলনে ঔৎস্বাক্য প্রদর্শন করিয়া থাকেন, ব্রাহ্মণদিগকে স্বগৃহে নিমন্ত্রণ করেন, যুরোপীয় পত্রি ও সুধীবর্গের প্রতি যেরূপ— ইহা -8 মধ্যে উপহার লোকপ্রিয় হইয় উঠেন । কেহ বা, ফরাসী খৃষ্টীয় মঠের মঠধারিণীর অতি-ধৰ্ম্মোৎসাহের বিরুদ্ধে, হাসপাতালের রোগীদিগের পক্ষসমর্থন করেন,—-অপৌত্তলিক মুসলমানদিগকে যাহাতে “পেগ্যান” নামে অভিহিত না করা হয়, তদ্বিষয়ে মঠধারিণীকে অনুরোধ করেন । - ফরাসী-অধিকারস্থ এই পঞ্চ নগরে, ফরাসীবিধানানুসারেই, সাৰ্ব্বজনিক শিক্ষণপ্রণালী স্থাপিত হইয়াছে ; এবং তত্রস্থ বিদ্যালয়সকলকে, ইংরাজ-ভারতের উন্নততম প্রদেশস্থ বিদ্যালয়ের সহিত অক্লেশে তুলনা করা যাইতে পারে । ইংলণ্ডের স্তায় ফ্রান্সের সরকারী কাজকৰ্ম্ম তত উচ্চপদের নহে ; সেইজন্ত ফরাসী রাজধানীর উচ্চশ্রেণীর লোকদিগের মধ্যে তৎপ্রতি বড়-একটা আকর্ষণ নাই । অনুগ্রহবিতরণের হিসাবে # হয় ;- মন্ত্রিগণ তাহার প্রতিবাদ করা দুরে থাক্, কথন-কখন তাহারাও অমাবস্তক পদের স্বষ্টি করিবার দিকে উন্মুখ । এইহেতু, ফরাসী-ভারতবর্ষে সৰ্ব্বজাতীয় ও সৰ্ব্বশ্ৰেণীয় সরকারী কৰ্ম্মচারী ও ভূত্যের সংখ্যা চৌদ্দশত ৷ সমস্ত ফরাসী-ভারতের লোকসংখ্যা একটা সামান্ত ইংরাজ “ডিসটি ক্টের” সমান হইবে । অতএব, লোকসংখ্যার তুলনায়, কৰ্ম্মচারীর সংখ্যা বড় বেশী বলিয়া মনে হয়। ফরাসী-ভারতে বিচার-কার্য্যের একটি সৰ্ব্বাঙ্গসম্পূর্ণ ব্যবস্থাপ্রণালী প্রতিষ্ঠিত আছে , আপীল-আদালৎ পণ্ডিচরিত্বে অধি