পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

를 দের মধ্যে বিধবাবিবাহ প্রচলিত নাই। কিন্তু চালচলনের খুটিনাটি ধরিলে পাচ শ্রেণীকে সম্পূর্ণ বিভিন্ন বলিয়াই মনে হয়, কিন্তু এক বিষয়ে ইহাদের মধ্যে চমৎকার ঐক্য বন্ধন আছে।—তাহ শৌর্য্যবীর্য্যের উপাসনা । যে কয়টি বাৎসরিক পৰ্ব্ব শ্রেণীনির্বিবশেষে তাহাদের ভিতর অনুষ্ঠিত হয়, সকলই শূরবীরের কাহিনীর সঙ্গে জড়িত । ‘লোরিকে’র গান যতই অভূত হউক, তাহার প্রতিপদে কেবল শক্তিসামর্থ্যের জয়োচচারণ । বীরকুঙর গোয়ালাদের আর একটি দেবতা এবং নিভাক সাহসিকতার জন্যই তাহার প্রসিদ্ধি । তিলকোনায়ী গোপকস্তার গর্ভে লুংরি বাথান গ্রামে বীরকুঙরের জন্ম হয়। যথাসময়ে কুমদার গ্রামের বসান ক্ষীরহের কস্তার সহিত তাহার বিবাহ হইয়াছিল । কিন্তু বার বৎসর উত্তীর্ণ হইয় গেল, “গ ওনা” বা দ্বিরাগমন হইল না । ইহাতে শ্বশুর চিস্তিত হইয়া জামাতাকে চিঠি লিখিলেন । দুইতিনবার পত্র লিখিয়া উত্তর না পাওয়ায় বসান ক্ষীরহর একটা শক্ত দিব্য দিয়া জামাতাকে নিমন্ত্রণ করিয়া পাঠাইল । বার বরিষ বিতলে গওনা ও বিয়া কতু নহি আইলা কুমদার খশুরার । কিন্তু মাতা সহজে পুত্রকে শ্বশুরালয়ে যাইতে দিবেন না । এখন তাড়াতাড়ি কি, চৈত্রমাস আসুক, ছধিয়া গহম’ পাকিয়া উঠুক, তখন মাল্লেপুর বাজারে দইহুধ বেচিয় গহম কিনিব, তাহ দিয়া ‘পুরা’ ( পিঠা ) প্রস্তুত করিয়া দিব, তখন শ্বশুরার যাস বাপ, আমার ! । वङ्गाङ्गुनि । [ ৩য় বর্ষ, ভাত্র । মাইসে জাইলে পুছে মন হামার উলরল কুমঙ্গর শ্বশুরার খৎপর থৎ ভেজাওল বসন দীরহর লুংরি বাথান, হামর বড় বুঝা গ্রীন । মাই বোল! কি দিন বিত। শুদিন আওয়াদে চৈৎ মাহিনী, ছুধিয়া গহম উপজেহে এ দেশমে বহুৎ, মায়েপুর বাজারসে লাইব দুধদহি বেচকে জুধিয়া গহম, ওকৃরে দেব পূয়া পাকায় ওহো হোঁতে কুমদের কো সশ্লেশ। কিন্তু বীরকুঙর মাতার আদেশ গ্রাহ না করিয়া যাওয়াই স্থির করিল এবং গৃহে বলপ্রকাশ করিয়া পাথেয় সংগ্ৰহ করিয়া লইল । গানের কয়টি ছত্রে কাওজানহীন গোপযুবার চরিত্র কেমন ফুটিয়া উঠিয়াছে – জবরদস্তি হেলল বীরকুঙর শিরাঘর ভাওর, পয়সা কড়ি খ৷ সে কাঢ় লেল গেঠ লাগায় । এইরূপে প্রস্তুত হইয়া বীরকুঙর শ্বশুরগৃহে যাত্রা করিতেছে, এমন-সময় দ্বারপথে হাচি পড়িল। মা অকুশল আশঙ্কা করিয়া আবার ছেলেকে বারণ করিল এবং প্রতিশ্রুত হইল, তাহার পিতাকে পাঠাইয়। দ্বিরাগমন করাইবে । & নিকসল বীরকুঞ্জর স্বরওয়াজেকে नकौश. हि क °फ़्लक । মাই কহে লাগলই রে বেট মৎ যাও, কুমদার শ্বশুরার । তোরা বাপ কে ভেজায়েকে. . য়োক সোজি করায়কে লাWেছে । ছিক পড়লক, তুমহারা জানসে ७ब्रॉब्रां नहि ह्यांम्र ।