পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুতাপিনী সন্ন্যাসিনী । , ( ফরাসী লেখক ইউজেন-ডোরিয়াক হইতে ) > ১৭৩২ খৃষ্টাব্দে আষাঢ়মাসের আরম্ভভাগে একটি রমণী টুলুঙ্গ-নগরীর রাজপথ-দিয়া দ্রুতপদে চলিতেছিল । পথ জিজ্ঞাসা করিয়া লইবার জন্য, মধ্যে-মধ্যে থামিতেছিল, আকার চলিতেছিল । অবশেষে একটা মঠের নিকট উপনীত হইয়। বলিল :-—“মঠধাবিণীর সস্থিত আমি সাক্ষাৎ করতে চাই ।” অমনি, লৌহ-গরাদিয়া-বেষ্টনের প্রবেশদ্বার উদঘাটিত হইল । * একজন বুদ্ধা সল্প্যাসিনা তাহাকে ভিতরে প্রবেশ করাই য়, একটা কামরার মধ্যে লইয়া গেল । সেটি স্তবপাঠের স্থান ;— সুন্দর সজ্জায় মুসজ্জিত, কুসুমগন্ধে আমোদিত। সেই অপরিচিত। সন্ন্যাসিনী তাহাকে Tসৈখানে একাকিনী রাখিয়া, একটি কথা না বলিয়া, প্রস্থান করিল। একটু পরেই, আর একজন. রমণী গৰ্ব্বিত পদক্ষেপে প্রবেশ করিয়া, মস্তক ঈষৎ নত করিয়। অতিবাদন করিল। পরে-আগস্তককে একখানি আসনে বসিতে ইঙ্গিত করিষ্ঠ, ছুইজনেই উপবেশন করিল । - বিলাসের সামঞ্জী যতদুর মুলু্যযান ও ইজিয়াকর্ষক হইতে পারে, সেই সৰ সামগ্ৰীতে এই কক্ষটি স্থসজ্জিত , এইরূপ মসজ্জিত ঘরে, এই দুইটি রমনীকে যদি 3 কেহ এই সময়ে দেখিত, সে নিশ্চয়ই মনেমনে কত-কি ভাবিত, কিন্তু কিছুই ঠিক করিয়া উঠিতে পারিত না । : এই দুই রমণীর মধ্যে, একজনের দেহের উচ্চতা, সচরাচর স্ত্রীলোকের যেরূপ হইয়। থাকে, সেইরূপ । যৌবনে ইহারই মধ্যে ভাটাপীড়তে আরম্ভ হইয়াছে । পরিধানে মোট ফু্যানেলের কাপড় ; গলার নীচের দিকে, একটু খোলা ; মিহি-হুতার “শেমিজ-জাম ভিতর হইতে দেথা যাইতেছে । চোর্থের তারা কৃষ্ণবর্ণ ও অগ্নিময় । কপোলের দুই দিকে পাকানো সলিতার নায় দুইটি কুষ্ণাত অলকদাম লম্বিত ; তাহাতে তাহার মুখের শুভ্রবর্ণ আরও যেন ফুটিয়া উঠিয়াছে । দ্বিতীয় রমণীর মুখশ্ৰী কঠোর, মহস্বস্বচক, গুরুগম্ভীর, রাজমহিমদীপ্ত ; এবং তাহার সন্নিকর্ষের এরূপ প্রভাব যে, তাহাঠে অভিভূত হইয় পড়িতে হয়। তাহার লৌকিক নাম “গ্যাত্রিয়েল’, কিন্তু মঠের লোকের। তাহাকে ‘মাতাজি-অ্যান-মারী’ বলিয়া ডাকিত । e ৰিমুম্বার অপেক্ষ, প্রথম বয়সে ২• বৎসরের ছোটে ; লম্বী, ছিপছিপে, পাতল ; বাতাহত নভশির কুক্ষম-কলিকায় ন্যায় ইনি যেন সৰ্ব্বদাই কঁাপিতেছেন ও নত হইয়াই আছেন । ইহার মুখশ্ৰী বাস্তব-পক্ষে সুন্দর কই