পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

을88 বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, ভাত্র । পুরাকালে সমস্ত সৌরজগৎ ব্যাপিয়া সুৰ্য্য একাকী অবস্থিতি করিতেছিলেন ; কালক্রমে স্বৰ্য্য হইতে গ্ৰহগণ এবং তাহাদের এক ভগ্নী আমাদের এই পৃথিবী মাত প্রস্থত হইলেন। স্বৰ্য্য হইতে পৃথিব্যাদি প্রস্থত হইয়াছে বলিয়া স্বর্য্যের আর-এক নাম সবিতা কিনা প্রসবিতা । এ তো গেল পুরাণে কালের পুরাণে কথা । তা ছাড়া, বর্তমানে আমাদের চক্ষের সম্মুখে কি হইতেছে- সে কথাটিরও খবর রাখা চাই ; কেন না, সেইটিই কাজের কথা । বৰ্ত্তমানের সৌর-সমাচার বিজ্ঞানকে জিজ্ঞাসা করিলে বিজ্ঞান তাহার তান্ত্রিকী ভাষায়—একপ্রকার ছেদো কথায়—যে-সকল অস্তুত রহস্তকাহিনী বলিতে আরম্ভ করেন, তাহ বিধিমত টীকা এবং ভায্যের দ্যোতনা ব্যতিরেকে বুঝিতে পারা সুকঠিন। তাছার মধ্যে প্রধান একটি রহস্তকথা এই যে, খনিগৰ্ত্তস্থিত অঙ্গারের ভিতরে স্বৰ্য্যরশ্মি পুঞ্জীভূত রহিয়াছে ;– অঙ্গারকে যখনি প্রজালিত করিয়া কাজে লাগানো যায়, তখনি তাহার সেই বহ-পুরাতনকালের সঞ্চিত গুপ্তধন অগ্নি-আকারে প্রকাশুে বাহির হইয় পড়ে । কিন্তু আমাদের জিজ্ঞাসা এইখানেই থামিতেছে না ; • অধিকন্তু আমরা জানিতে চাই এই যে, স্বৰ্য্যরশ্মি কি কেবল অঙ্গারের ভিতরেই সংগোপিত রহিয়াছে—আর কোথাও সংগোপিত নাই ? বিজ্ঞান বলেন এই যে, সকল বস্তুরই অন্তঃপুরে তড়িতের প্রকৃতিপুরুষাত্মিক যুগলমূৰ্ত্তি (Negative one Positive Electricity ) একত্রে নিলীন রহিয়াছে। অস্তঃপুর হইতে বহিঃক্ষেত্রে বাহির হুইবার সময় জোড় ভাঙিয়া দোহে দুই দিকে মুখ ফিরাইয়া দাড়ায় । তাছার পরে কোনোপ্রকার সঙ্কীর্ণ ব্যবধানের দুই পারে দাড়াইয়া দোহার সহিত দোহার যখন চোখোচোথি হয়, তখন হুতাশন প্ৰজলিত হইয় উঠে, এবং সেই প্ৰজলিত হুতাশনে যুগল-তড়িৎ একীভূত হইয়া যার । তার সাক্ষী—আকাশের বিছাৎ । বিদ্যুতের উত্তাসনে নর-তড়িৎ এবং নারীতড়িৎ কেমন আগ্রহের সহিত বিচ্ছেদের বাধ ভাঙিয়া-ফেলিয়া একত্র সম্মিলিত হয়, আর, কেমন তেজের সহিত উভয়ের অন্তনিগুঢ় অগ্নি প্রজ্বলিত হইয় উঠে। ফলে, সকল বস্তুতেই যুগল তড়িৎ একত্রে নিলীন রহিয়াছে বলা ও যা, আর, সকল বস্ততে অগ্নি নিগুঢ় রহিয়াছে বলাও তা— একই কথা । এই যে অগ্নি, যাহা সকল বস্তুরই অভ্যন্তরে নিগূঢ় রহিয়াছে, তাহ পদার্থট। আর-কিছু না--স্বৰ্য্যেরই প্রভাবাংশ। অগ্নি একপ্রকার পৃথিবীস্থ স্বৰ্য্য । তবেই হইতেছে যে, মুদুর পুরাকালেও যেমন, এখনো তেমনি, স্বৰ্য্যের প্রভাবাগ্নি সমস্ত সৌরজগৎ ব্যাপিয়া জলে-স্থলেঅনলে-অনিলে সৰ্ব্বত্র পুঙ্খানুপুঙ্খরূপে অক্ষপ্রবিষ্ট রহিয়াছে। আসন গুটানো থাকিলেও আসন, বিছানো থাকিলেও আসন s তেমনি, সৌরজগৎ স্বর্ষ্যে বিলীন থাকিলেও • "fGA TERFIS (Transformation of forces) fVæft-TA °"ss Istfssë's firsts i HT Rfitউত্তাপ, আলোক এবং তড়িৎ, তিনের একাধার। বস্ত-পক্ষে তিলের মধ্যে প্রভেদ নাই ।