পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

с বঙ্গদর্শন । شنالا [ ৩য় বর্ষ, বৈশাখ । লেও, চির-যন্ত্রণার ছাপ যেন উছাতে মুদ্রিত। ইহার সুনীল নেত্রের চারিধারে স্থদীর্ঘ পক্ষরাজি ; দুইএকটি মোটা-মোটা অশ্রুফোট যেন তাহাতে আটকাইয়া রহিয়াছে । তাহার চিঙ্কণ কেশগুচ্ছ, কক্ষ-প্রবাহিত সুশীতল মৃত্যুমনা অনিলভরে, বক্ষের উপরে ক্রীড়। করিতেছে । মাতাজি অনেকক্ষণ নীল্পৰ থাকিয়া, পরে বলিলেন —“ভদ্রে, আমি কি জিজ্ঞাসা করতে পারি, কি অভিপ্রায়ে তুমি আমার নিকটে এসেছ ?” তরুণীর মুখমণ্ডল অশ্রুজলে পরিপ্লত ছিল, এক্ষণে চোথের জল মুছিয়। সে উত্তর করিল –“ম, আমি আপনার কাছে সাৰ্ত্তন পাবার জন্ত এসেছি । আমি হতভাগিনী, অামি পাপিষ্ঠ ; কিন্তু আমার দুষ্কৰ্ম্মের জন্ত আমি যথেষ্ট কষ্টও পেয়েছি। আমার মাবাপ আমার কাছে সৰ্ব্বদাই বলতেন, “অমুতাপু করলে ষ্টশ্বর মার্জন করেন । কিন্তু অামার বিশ্বাস, অনুতাপ যথেষ্ট নয়, অামাদের মহাপ্রভু বলেন –‘ষদের ধন-ঐশ্বৰ্য্য আছে, তাদের পক্ষে স্বৰ্গরাজ্যে প্রবেশ করা হস্কর !’ ষাতে আমার দোষের ক্ষালন হয়, যাতে আমার প্রায়শ্চিভ সম্পূর্ণ হয়, এই জন্ত অামি আমার সমস্ত ধনসম্পত্তি বিসর্জন করে, আপুনার স্নেহময় কোলে আশ্রয় নিতে এসেছি । মা, দয়া করে আপনার পৰিত্র কন্যাদের মধ্যে আমাকে একটু স্থান দিন ।” * মাতাজি বলিলেন —“প্রভুর শাস্তিনিকেতনের দ্বার সকল পাপীর জন্তই উন্মুক্ত । উৰু একটা কথা যদি তোমুকে বলি, কিছু মনে কোরো না । আমাদের অtশ্রমে যে-সব ত্যাগীকার করতে হয়, ফেসব কঠোর সাধন করতে হয়, সে-সব তুমি যে সহ করতে পারবে, তোমার শারীরিক অবস্থা দেখে তা মনে হয় না । তোমার শরীর দুৰ্ব্বল, তোমার স্বাস্থ্য-..” র্তাহার কথা শেষ না হইতে-হইতেই আগন্তুক বলিল – “হ ভগবান ! তা হ’লে পথহারা হয়েই কি এইভাবে অামায় চিরকাল ঘুরে বেড়াতে হবে ? মাতাজি, আপনার দয়ার শরীর , আপনি মমতাময়ী ; আপনাকে আমি অনুনয় কৰূচি, আপনার কাছ থেকে আমাকে দূর করে দেবেন না । এ সংসারে আমার আর কেউই নেই , এখন আর. আমার স্বামী নেই—অীর বোধ হয় পুত্রও নেই .” - বেচারি বাস্তবিকই বড় কষ্ট পাইতেছে মনে করিয়া, মাতাজির হৃদয় অর্জি হুইল । তিনি আগ্রহভরে আর ও কাছে ঘেষিয়া বসিলেন এবং অতীব মধুর বচনে বলিতে লাগিলেন ঃ---"বাছা, ভোমার চোখের জল মোছে । তোমাকে আমার কাছ থেকে দুর করবার কোন অভিপ্রায় নেই ; তোমার প্রতিজ্ঞ। যদি অটল থাকে, অন্য কাজে লিপ্ত হবার যদি তোমার স্বাধীনত থাকে, আর যদি তোমার যথেষ্ট মনের বল থাকে, ত ক’লে আমাদের সঙ্গে তুমি থাকে। BBBBS BBBB BDDBS MBB S BBB T কপ ভরসা করে’ বলতে পারি, তোমার প্রার্থনার সঙ্গে যদি আমাদের প্রার্থনার যোগ হয়, তা হ’লে ঈশ্বর নিশ্চয়ই তোমাকে ক্ষম করবেন ।” বলিতে বলিতে তিনি একবার, থামিপেন এবং খুব মনোযোগের সহিত সেই