পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬০ दक्राथिखँन । [ ৩য় বর্ষ, আশ্বিন। টিকে ম্যাক্রি-ক্যাম্পে চোদমাস কাজ করিবার জন্ত পাঠায় । সেখানে তাহাকে নয়মাস চাবিতালা দিয়া বন্ধ করিয়া খাটানো হইয়াছে, জোর করিয়া আর-এক ব্যক্তির সহিত তাহার বিবাহ দিয়া বলা হইয়াছে যে, তোমার বৈধস্বামীর সহিত তোমার কোনকালে মিলন হইবে না—পলায়নের আশঙ্কা করিয়া তাহার পশ্চাতে কুকুর ছাড়িয়া দেওয়া হইয়াছে, তাহার প্রভু ম্যাক্রিরা তাহাকে নিজের হাতে চাবুক মারিয়াছে এবং তাহাকে শপথ করাইয়া লইয়াছে যে, খালাস পাইলে তাহাকে স্বীকার করিতে হইবে যে, সে মাসে পাচডলার করিয়া বেতন পাইত । ডেলিনিয়ুস বলিতেছেন, রাশিয়ায় ইহুদিহত্য, কংগোয় বেলজিয়ামের অত্যাচার প্রভৃতি লইয়া প্রতিবেশীদের প্রতি দোষারোপ *al go ofte After all, no great Power is entirely innocent of the charge of treating with barbarous harshness the alien races which are subject to its rule. অীমাদের দেশে ধৰ্ম্মের যে আদর্শ আছে, তাহা অস্তরের সামগ্রী, তাহ বাহিরে গণ্ডির মধ্যে প্রতিষ্ঠিত করিবার নহে। আমরা is Sanctity of Life orata ota করি, তবে পশুপক্ষিকীটপতঙ্গ কোথাও তাহার সীমাস্থাপন করি না। ভারতবর্ষ একসময়ে মাংসাশী ছিল—মাংস আজ তাহার পক্ষে নিষিদ্ধ। মাংসাশী জাতি নিজেকে বঞ্চিত করিয়া মাংসাহার একেবারে পরিত্যাগ করিয়াছে, জগতে বোধ হয় ইহার আর দ্বিতীয় দৃষ্টান্ত নাই। ভারতবর্ষে দেখিতে পাই, অত্যন্ত দরিদ্র ব্যক্তিও যাহা উপার্জন করে,তাহা দূর আত্মীয়দের মধ্যে ভাগ করিয়া দিতে কুষ্ঠিত হয় না—স্বার্থেরও যে একটা দ্যশষ্য অধিকার অাছে, এ কথাটাকে আমরা সৰ্ব্বপ্রকার অসুবিধা স্বীকার করিয়া যতদূর সম্ভব খৰ্ব্ব করিয়াছি । আমাদের দেশে বলে, যুদ্ধেও ধৰ্ম্মরক্ষা করিতে হইবে—নিরস্ত্র, পলাতক, শরণাগত শত্রুর প্রতি আমাদের ক্ষত্রিয়দের যেরূপ ব্যবহার ধৰ্ম্মবিহিত বলিয়। নির্দিষ্ট হইয়াছে, যুরোপে তাহা হাস্যকর বলিয়া গণ্য হইবে । তাহার একমাত্র কারণ, ধৰ্ম্মকে আমরা অস্তরের ধন করিতে চাহিয়াছিলাম। স্বার্থের প্রাকৃতিক নিয়ম আমাদের ধৰ্ম্মকে গড়িয়া তোলে নাই, ধৰ্ম্মের নিয়মই আমাদের স্বার্থকে সংযত করিবার চেষ্টা করিয়াছে। সেজন্য আমরা যদি বহির্বিষয়ে দুৰ্ব্বল হইয়া থাকি,-সেইজন্যই বহিঃশত্রুর কাছে যদি আমাদের পরাজয় ঘটে, তথাপি আমরা স্বার্থ ও সুবিধার উপরে ধর্মের আদর্শকে জয়ী করিবার চেষ্টায় যে গৌরবলাভ করিয়াছি, তাহা কখনই ব্যর্থ হইবে না—একদিন তাহারে দিন আসিৰে ।