পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ષમ નર્ણr I ] অমুতাপিনী সন্ন্যাসিনী । " ২১ ঈশ্বরের প্রসাদে এবং আপনাদের প্রার্থনার বলে আমার পক্ষে কিছুই ছুক্ষর হবে না .” ——“বৎসে, ঈশ্বরের প্রসাদ তোমার উপর বর্ষিত হোকৃ, তুমি বেন অবশেষে স্বৰ্গরাজ্যে প্রবেশ করতে পার, ঈশ্বরের কাছে আমার এই আস্তরিক প্রার্থন৷ ” কতকগুলি অহষ্ঠানের পর, দীক্ষণর্থিনী মঠের দ্বার জিয়। মঠের অভ্যস্তরে প্রবেশ করিবার অধিকার পাইলেন । মঠের অভ্যন্তরে প্রবেশের পুৰ্ব্বে, মঠের প্রথাঅমুসারে, তাহার কোন নিকটতম , অক্সিীয়কে তিন আলিঙ্গন করিতে পারিলেন না । কেন না, তাহার কোন আত্মীয় ছিল না । - তিনি পশ্চাতে একবার ফিরিস্না ও দেখিলেন না । একটু পরেই, তিনি মাতাজির পদতলে সাষ্টাঙ্গে প্ৰণিপাত করিলেন । মা তাজির সহকারিণীগণ র্তাহার লৌকিক বসন খুলিয়। লইরা, তাহার পরিবর্তে একটি লস্ব জামা, একটি কালে ‘গাউন’, বক্ষ-পৃষ্ঠের একটি আঁচ্ছাদন-বস্ত্র এবং একটি জপমালা তাছাকে T প্রদান করিল । র্তাহার দীর্ঘ-চিঙ্কণ কেশগুচ্ছ তখনও তাহার স্কন্ধের স্থই দিকে বিভক্ত হইয়।--ঞ্জিলম্বিত ছিল ; কিন্তু মঠধারিণী মাতাজি তাহ ছেদন করিতে তিলtঙ্ক বিলম্ব করিলেন লর্ণ । ছেদন করিয়াই একজন সন্ন্যাগিনীকে ਚੈਂ পুড়াইয়া ফেলিতে বলিলেন । তাহার পর, একটি শিরোবন্ধনের ক্ষিত, একটি সন্ন্যালিনীর অবগুণ্ঠন, একটি কণ্টকময় কুসুম-কিরীট দীক্ষিতাকে প্রদান कब्रिप्शन । cष छिननि- बँाङ्ाटक दिछनবাসে থাকিতে হইবে, সেই তিনদিন এই কাটার মুকুটটি তাহার মাথা হইতে খুলিতে পরিবেন না । - এইরূপ সাজে সজ্জিত হইয়া, তাহার ব্ৰত- * প্রতিজ্ঞা পষ্ট-পষ্ট করিয়া উচ্চৈঃস্বরে গম্ভীরভাবে পাঠ করিলেন । কিন্তু যে মুহূর্তে তাহার লৌকিক নাম ‘ক্যাথেরাইনের . পরিবৰ্ত্তে, ‘মারী থেরেস? এই নামে তাহার. নামকরণ হইল, ঠিক সেই সময়ে একটা বিষম দুদৈব উপস্থিত হইয়া অনুষ্ঠানের ব্যাঘাত জন্মাইল । একজন বিদেশী . ব্যক্তি—যে কিছুকাল হইতে “ইংরেজ” এই ' নামে নগরবাসীদিগের নিকট পরিচিত fสูงๆ • : —সে সৎসা একটা বিকট চীৎকার করিয়া মূচ্ছিত হইয়া পড়িল । ● পাশ্ববৰ্ত্তী ভিন্ন-মঠের সন্ন্যাসীয় দল, যাহার। সেখানে উপস্থিত ছিল, তাছায়। তাড়াতাড়ি আসিরা ধরাধরি করিয়। তাহাকে তাহাদের মঠে শুশ্ৰুষার জন্ত লইয়া গেল । তাহার সহিত একটি শিশু ছিল, সে-ও সঙ্গে গেল । সেই অবধি তাহার কিংবা সেই শিশুটির কোন সংবাদ পাওয়া গেল না । نتيا এষ্ট ভাবে অনেক বৎসর কাটিয়া গেল । একদিন দেখা গেল, একজন সন্ন্যাসিনী পূৰ্ব্ববর্ণিত মঠের স্বরঙ্গ-গহবরের মধ্যে একটা প্যাচালে সিড়ি দিয়া নাযিতেছে । • মঠধায়িণীগণ যেখানে কবরস্থ হইয়। থাকেজ, সেই কবর-স্থানের শেষ কবরটির = দিকে সেই সন্ন্যাসিনী অগ্রসর হইয়। নতজান্থ হইয়। প্রার্থনা করিতে বসিল ! এবং ছোটোখাটে। একটা প্রার্থন। শেষ করিয়াই উচ্চৈঃস্বরে এইরূপ বলিতে লাগিল – '