পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه هاه করিয়া নিত্যত্বের লক্ষণগুলি তাহারা জ্ঞাতসারে এবং অলক্ষ্যে অস্তঃকরণের সহিত মিলাইয়া লইয়াছেন—স্বভাবে এবং শিক্ষায় তাহারা সৰ্ব্বকালীন বিচারকের পদ গ্রহণ করিবার যোগ্য । আবার ব্যবসাদণর সমালোচকও আছে । তাহাদের পুথিগত বিদ্যা । তাহারা সারস্বতপ্রাসাদের দেউড়িতে বসিয়া হাকডাক, তর্জনগর্জন, ঘুষ ও ঘুষির কারবার করিয়া থাকে-অন্তঃপুরের সহিত তাঁহাদের পরিচয় নাই। তাহারা অনেক সময়েই গাড়িজুড়ি ও ঘড়ির চেন দেখিয়াই ভোলে । কিন্তু বীণাপাণির অনেক অন্তঃপুরচারী আত্মীয় বিরলবেশে দীনের মত মার কাছে যায় এবং • शक्वग्नच्णैनि ॥ [ ওর বর্ষ, জাম্বিন তিনি তাহাদিগকে কোলে লইয়া মস্তকাম্রাণ করেন । তাহারা কখন-কখন তাহার শুভ্র অঞ্চলে কিছু-কিছু ধুলিক্ষেপও করে—তিনি তাহা হাসিয়া ঝাড়িয়া ফেলেন । এই সমস্ত ধূলা-মাটি-সৰেও দেবী বাহাদিগকে আপনার বলিয়া কোলে তুলিয়া লন—দেউড়ির দরোয়ানগুলা তাহাদিগকে চিনিবে কোন লক্ষণ দেখিয়া ? তাহারা পোষাক চেনে, তাহার। মামুষ চেনে না । তাহারা উৎপাত করিতে পারে, কিন্তু বিচার করিবার ভার তাহীদের উপর নাই । সারস্বতদিগকে অভ্যর্থনা করিয়া লইবার ভার র্যাহাদের উপরে আছে, তাহারা ও নিজে সরস্বতীর সস্তান—তাহারা ঘরের লোক, ঘরের লোকের মর্য্যাদা বোঝেন। আবাহন । ( জাগিয়া উঠেছে শতেক ) এ প্রাণের মাঝে ঃখের কাহিনী গুলিতে সে কথা আসিবে কি নামি* জননি দু্যলোকবাসিনি ? অশ্রুসলিল ফুটিছে নয়নে ঝরিছে অঝোরে গোপনে নিত্য এ মোর অশ্রীর মেলা নিরখিবে কেগো নয়নে ? ( ૨ ) কতই বেদন উঠিছে নিত্য রুদ্ধ হৃদয় ভেদিয়া