বঙ্গদর্শন। নৌকাডুবি । MMAeSee SL0Se eeeSAAAAAAASAAAA ')సి পরদিন সকালের গাড়িতে যোগেন্দ্র পশ্চিম চষ্টতে ফিরিয়া আসিল । আজ শনিবার, কাল রবিবারে হেমনলিনীর বিবাহের কথা । কিন্তু যোগেন্দ্র তাছাদের বাসার দ্বারের কাছে আসিয়া উৎসবের স্বাদগন্ধ কিছুই পাইল না। যোগেন্দ্র মনে করিয়া আসিতেছিল, এতক্ষণে তাঙ্গদের বাসার বারান্দার উপর দেবদারুপাতার মালা ঝোলানো মুরু হইয়াছে – কাছে আসিয়া দেখিল, শ্ৰীহীন মালিন্যে পাশের বাড়ীর সঙ্গে তাহাদের বাড়ীর ক্লোন প্রভেদ নাই । ভয় হইল, পাছে কাহারো অমুখ-বিসুখ করিয়া থাকে। বাড়ীতে প্রবেশ করিয়া দেখিল, চায়ের টেবিলে তাহার জন্য আমাহারাদি প্রস্তুত রহিয়াছে এবং অন্নদাবাৰু অৰ্দ্ধভুক্ত চায়ের পেয়ালা সম্মুখে রাখিয়া খবরের কাগজ পড়িতেছেন । যোগেজ ঘরে ঢুকিয়াই জিজ্ঞাসা করিল, “হেম কেমন আছে ?” অন্নদাবাৰু। ভাল । -বোগেজ । বিবাহের কি হইল ? অন্নদীবাবু । কাল রবিবারের পরের রবিবারে হইবে । - যোগেন্দ্র । কেন ? অল্পদাবাবু। কেন, তাহা তোমার বন্ধুকে জিজ্ঞাসা কর । রমেশ আমাদের কেবল এইটুকু জানাইয়াছে যে, তাহার বিশেষ প্রয়োজন আছে.—এ রবিবারে বিবাহ বন্ধ রাখিতে হইবে । যোগেন্দ্র তাহার অক্ষম বাপের উপরে মনে মনে বিরক্ত হইয়া কহিল—“বাবা, আমি না থাকিলে তোমাদের নানান গলদ ঘটে। রমেশের আবার প্রয়োজন কিসের ? সে স্বাধীন । তাহার আত্মীয় বলিতে কেহ নাই বলিলেই হয়। যদি তাহার বৈষয়িক বিশেষ কোন গোলযোগ ঘটিয়া থাকে, সে কথা খুলিয়া বলিবার কোন বাধা দেখি না ? রমেশকে তুমি এত সহজে ছাড়িয়া দিযে কেন ?” অন্নদীবাবু । আচ্ছ বেশ ত, সে ত এখনো পালায় নাই—তুমিই তাহাকে প্রশ্ন করিয়া দেখ না ! যোগেন্দ্ৰ শুনিয়া তৎক্ষণাৎ এক-পেয়ালা
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।