SDe 8 বঙ্গদশন । [ ৩য় বর্ষ, কাৰ্ত্তিক । গরম চা তাড়াতাড়ি নিঃশেষ করিয়া বাহির হইয়া গেল । অন্নদাবাবু কহিলেন—“আহা, যোগেন, এত তাড়াতাড়ি কিসের ! তোমার যে খাওয়া হইল না ।” সে কথা যোগেন্দ্রের কানে পৌছিল না । সে রমেশের বাসায় ঢুকিয়া সশস্ব দ্রুতপদে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া গেল । “রমেশ ! রমেশ !” রমেশের কোন সাড়া নাই । ঘরেঘরে খুজিয়া দেখিল, রমেশ শুইবার ঘরে নাই, বসিবার ঘরে নাই, ছাদে নাই, একতলায় নাই । অনেক ডাকাডাকির পর বেহারাটাকে সন্ধান করিয়া লইয়। জিজ্ঞাসা করিল— “বাৰু কোথায় ?” বেহার কছিল--”বাবু ত ভোরে বাহির হইয়া গেছেন ।” যোগেন্দ্র । কখন আসিবে ? বেহার জানাইল— বাবু তাইণর কতককতক কাপড়-চোপড় লইয়া চলিয়া গেছেন । বলিয় গেছেন, ফিরিয়া আসিতে তাঙ্গার চারপাচদিন দেরি হইতে পারে । কোথায় গেছেন, তাহ বেহীরা জ্ঞানে না । ফিরিয়া আসিল । অন্নদাবাবু জিজ্ঞাসা করি • লেন—“কি হইল ?” যোগেন্দ্র কিল্প তু হইয়া কহিল—“হইবে আর কি, যাহার সঙ্গে আজ-বাদে-কাল মেয়ের বিবাহ দিবে, তাহার কি কাজ পড়িস্বাছে, সে কখন কোথায় থাকে, তাহার খোজ-খবর তোমৰ কিছুই রাখ না ! অথচ তোমার বাড়ীর পাশেই তাহার বাসা : অন্নদীবাবু কহিলেন, “কেন, কাল রাত্রেও ত রমেশ ঐ বাসাতেই ছিল !” যোগেন্দ্র উত্তেজিত হইয়া কহিল, "তোমরা জান না সে কোথায় যাইবে, তাহার বেহার। জানে না সে কোথায় গেছে, এ কি-রকম লুকাচুরি ব্যাপার চলিতেছে ? আমার কাছে এত কিছুই ভাল ঠেকিতেছে না ! বাবা, তুমি এমন নিশ্চিন্ত আছে কি করিয়া ?” অন্নদাবাবু এই ভংসনায় হঠাৎ অত্যন্ত চিন্তিত হইবার চেষ্টা করিলেন। গম্ভীর মুখ করিয়া কহিলেন, “তাই ত, এ সব কি ?” কা গুজ্ঞানহীন রমেশ অনায়াসে কাল রাত্রে অন্নদাবাবুর কাছে বিদায় লইয়া যাইতে পারিত । কিন্তু সে কথা তাহার মনে উদয় ও হয় নাই । ঐ যে সে "বিশেষ প্রয়োজন আছেবলিয়। রাখিয়াছে, তাহার মধ্যেই তাছার সকল কথা বলা হইয়া গেছে, এইরূপ রমেশের ধারণা । ঐ এক কথাতেই আপাতত সকল রকমের ছুটি পাইয়াছে জানিয়া, সে তাহার উপস্থিত কৰ্ত্তব্যসাধনে বিত্রত হইয়া বেড়াইতেছে । প্ৰযোগেন্দ্র । হেমনলিনী কোথায় ? অন্নদাবাবু । সে আজ সকাল-সকাল চা খাইয়া উপরেই গেছে । 够 যোগেন্দ্র কছিল—“রমেশের এই সমস্ত অদ্ভুত আচরণে বেচারা বোধ হয় অত্যস্ত डाक्लिङ झ्हेम्रो मोटझ–cनड़ेखछ ८न अधिन्त्रि সঙ্গে দেখা হুইবার ভয়ে পালাইয়া রহিয়াছে !” সঙ্কুচিত ও ব্যথিত হেমনলিনীকে আশ্বাস দিবার জন্ত যোগেন্দ্র উপরে গেল । হেমনলিনী তাহাদের বড় ঘরে চৌকির উপরে চুপ করিয়া এক বলিয়া ছিল । যোগেজের পদশজ
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।