পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@38 বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, কাঞ্জিক | বিরোধী। দুই-তিনটি উদারনৈতিক ও আরম্ভ স্বয়ং তাহাদের দ্বারাই প্রবর্তিত হয়, ছেটে-খাটো খুঃসম্প্রদায়েয় জনকয়েক ধৰ্ম্মপ্রচারক ছাড়া, ভারতবর্ষেরও সমস্ত ইংরাজ একবাক্যে অনিয়ন্ত্রিত প্রভুত্বেরই পক্ষসমর্থন করেন । “স্বদেশী” আন্দোলনের পক্ষপাতী যতগুলি দল আছে, আমি তাহাদের সকল দলের মধ্যেই গিয়াছি ; তাহাদের মধ্যে কেবল আমি দুইটি -ইংরাজকে দেখিতে পাইলাম । সেই দুইটি ইংরাজকে উহাদের “জাত-ভাই”র অঙ্গুলীনির্দেশপুৰ্ব্বক দেখাইয়া দের । একজন ইংরাজমহিলা আমাকে বলিয়াছিলেন—“এই সকল দুষ্ট লোকেরা ভুসম্পত্তির অংশভাগী হইবে, ইহাই তাহীদের একমাত্র অভিসন্ধি ।” ইংরাজমহলে সৰ্ব্বত্রই ৰাঙালী “বাবু”দিগের প্রতি অবজ্ঞ। প্রকাশ করা হয় । প্রতিবাদকারী শিক্ষিত দেশীয়দিগের মধ্যে উহাদিগেরই সংখ্যা সমধিক । ভারতবর্ষীয়-ইংরাজের সংবাদপত্ৰসকল এইরূপ ভাণ করে, যেন তাহারা দ্যাশানাল কংগ্রেসের কোন সংবাদই রাখে না ; তাহারা শুধু এই কথা বলে, ভারতবর্ষসম্বন্ধে “দ্যাশানাল” অর্থাৎ “স্বজাতীয়” এই শব্দ প্রয়োগ করিবার কোন অর্থ নাই । ইংরাজ-কর্তৃপক্ষ মনে করেন, কংগ্রেস কখনই সমস্ত ভারতবর্ষের মুখপাত্র হইতে পারে না । তা ছাড়া, তাহারা বলেন, কোম্পানীর শাসন রহিত হইবার পর হইতে, বরাবর ভারতবর্ষে সংস্কারকার্য্য চলিয়া আসিস্নাছে এবং এখনো তাহার! সংস্করণের জন্ত উন্মুখ রহিয়াছেন ; তবে কিনা, যে-কোন ংস্কারই হউক না কেন, তাছার প্রথম . হয় নাই । ইহাই তাহীদের ইচ্ছা । ইংলণ্ডে ও ইংরাজ-সাম্রাজ্য-ভুক্ত উপনিবেশসমূহে কতকগুলি মূলস্বত্র ষে অক্লেrশ কাৰ্য্যত প্রয়োগ করা যাইতে পারে, সেপক্ষে তাহাদের কোন বিরোধ নাই ; তবে তাহার বলেন, তাহার জন্ত ভারতবর্ষ এখনো পরিপক Sir Alfred Lyall Restfaসরকারকে সতর্ক করিয়া দিয়া এইরূপ বলিয়াছেন ঃ—“র্তাহারা যেন উদারনীতির বাড়াবাড়ি করিয়া স্বায়ত্তশাসনের অধিকার ভারতবর্ষকে না দেন । তাহা হইলে প্রজীয়ৰ শাসনতন্ত্র ক্রমে রাষ্ট্রবিপ্লবে পরিণত হইবে । প্রতিবাদকারীদিগেরই সাক্ষ্য অনুসারে, ইংরাজ-সরকারের প্রভাব ও কর্তৃত্বের বলেই, ভারতের একতা সাধিত হইয়াছে । অধিকন্তু, ইংরাজ রাজপুরুষেরা এই কথা বলেন, যে মুহুর্ভে ইংরাজের কর্তৃত্ব রহিত হইবে, সেই মুহুর্তেই এই একতা ও অন্তৰ্হিত হইবে । এইজন্যই “সমকালীন-পরীক্ষা” স্থাপনসম্বন্ধে ইংরাজ-সরকার বিধিমত-প্রকারে বাধ৷ দিতেছেন । এই পৰ্য্যন্ত র্তাহারা স্বীকৃত হইয়াছেন যে, নিৰ্ব্বাচনের নিয়মে মন্ত্রিসভায় কতকগুলি দেশীয় সদস্ত গ্রহণ করিবেল ; কিন্তু অরাজকতার ছুতা করিয়া তাহারা ভারতবাসীকে স্বায়ত্তশাসনের অধিকার দিতে অস্বীকৃত হইয়াছেন । সংস্কারাকাজী ভারতবাসীদিগের শিক্ষাপটুতা ও কার্য্যোদ্যম সম্বন্ধে তাহাদের কোন মতবিরোধ নাই ; তবে তাহারা বলেন, ইংরাজদিগের এমন কতকগুলি বিশেষ গুণ আছে,