পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] বক্তিয়ার খিলিজির বঙ্গবিজয় । vరి83 কবিতানিবদ্ধ মুখপাঠ্য বর্ণনায় নানা অতিশয়োক্তি প্রবিষ্ট হুইয়া থাকিলেও, তাহার মুলে কিছু-না-কিছু সত্যসংস্রব থাকা অসম্ভব হইতে পারে না । কিন্তু গৌড়ীয় হিন্দুসাম্রাজ্যের এই প্রবল প্রতাপ দীর্ঘকাল অক্ষুণ্ণভাবে বর্তমান থাকা বিশ্বাস করা যায় না । পাল-নরপালগণের সহিত সেন-ভূপালগণের সাম্রাজ্য লইয়া যে যুদ্ধকলহের স্বত্রপাত হয়, তাহাতে গৌড়ীয় হিন্দুসাম্রাজ্য আবার বিপ্লবের লীলাভূমি হইয়া উঠিমাছিল। অবশেষে পাল-নরপালগণের গৌড়ীয় সাম্রাজ্য সেনবংশোদ্ভব ভূপতিবর্গের করতলগত হয় । তাহারাই গোড়ায় হিন্দুসাম্রাজ্যের শেষ স্বাধীন নরপতি বলিয়া ইতিহাসে সুপরিচিত। কিন্তু কোন সেনভূপতির শাসনসময়ে বক্তিয়ার খিলিজি বঙ্গদেশে পদার্পণ করেন, তাহা অদ্যাপি নিঃসংশয়িতরূপে নিণীত হয় নাই । সাধারণত লাহ্মণ্যসেনের শাসনসময়ে এই বিপ্লব সংঘটিত হইবার কথা হতিহাসে যাহা দেখিতে পা ওয়া যায়, তাহ৷ সত্য ৰলিয়া বিশ্বাস করা সহজ নহে । কারণ লাক্ষ্মণ্যনামক কোন সেন বংশীয় নরপালের এ দেশের সিংহাসনে আরোহণ করিবার কোন প্রমাণ প্রাপ্ত হওয়া যায় না । সেনরাজবংশের ইতিহাস ক্রমে জনশ্রুতিমাত্রে পরিণত হইয়াছে । তাহারা কি স্বত্রে কোন সময়ে গৌড়ীর হিন্দুসাম্রাজ্যে অধিকারাবস্তার করিয়া কিরূপে এদেশ হইতে অধিকারচু্যত্ব হন, তাহার সকল কথাই এখন উপকথার স্তায় নিতান্ত বিস্ময়াবহ হইয়। উঠিয়াছে। ঘটক ও কুলজ্ঞগণের গ্রন্থে এই সাজবুংশের যে সংক্ষিপ্ত পরিচয় প্রাপ্ত হওয়৷ যায়, তদ্বারা ঐতিহাসিক অমুসন্ধিৎসা পরিতৃপ্ত হয় না। এ পর্য্যন্ত যে সকল পুরাতন লিপি আবিষ্কৃত হইয়াছে, তাহ ভিন্ন আর কোন বিশ্বাসযোগ্য প্রমাণ বর্তমান নাই । ঐ সকল প্রাচীনলিপি অবলম্বন করিয়া বিচারে প্রবৃত্ত হইলে দেখা যায়,—কর্ণাটক্ষত্ৰিয়বংশে চন্দ্রবংশীয় বীরসেননামক কেন ব্যক্তি জন্মগ্রহণ করেন ; তাহারই বংশধরগণ কালক্রমে গৌড়ীয় হিন্দুসাম্রাজ্যের অধী থয় হইয়াছিলেন। এই বীরসেন কোন সময়ে প্রাজুভূত হন, তিনি কখনও এ দেশে পদার্পণ করিয়াছিলেন কি না, এ সকল বিষয়ে প্রাচীনলিপিতে কোন পরিচয় প্রাপ্ত হওয়া যায় না । তথাপি কেহ কেহ অনুমান বলে বীরসেনকে আদিশূর বলিয়া কল্পনা করিতে ক্রটি করেন নাই । সমস্ত পুরাতন-লিপিতে বীরসেন সেন বংশের সুবিখ্যাত আদিপুরুষ বলিয়া উল্লিখিত ; কিন্তু তিনি কোন পুর,কালে বৰ্ত্তমান ছিলেন, তাহার পরিচয় কোন স্থানে প্র,গু হওয়া যায় না । লক্ষ্মণসেনদেব যে সকল তাম্রশাসন খোদিত করাইয়াছিলেন, তাহাতে বীরসেনের নাম প্রাপ্ত হওয়া যায় না । তিনি চন্দ্রবংশের স্ববিখ্যাত নৃপতিকুলে সেনরাজবংশের ক্ষেত্রস্বরূপ হেমস্তসেনের জন্মগ্রহণ করিবার কথা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। বথা – সেবাবনমনৃপকেটিকির টরোচিরস্কুলসৎপদনখন্ধু্যতিবল্পরীভিঃ । তেজোবিষজ্বরমুষে দ্বিষতামভুবন ভূমিভুজঃ ফ টুমর্থেবধিনাথবংশে । আকৌমারৰিকম্বরৈৰ্দিশি দিশি প্রস্তন্দিভির্নোর্যশঃপ্রালেয়ৈ রিপুরাজবন্তু নলিনর্মানীঃ সমুন্সীলয়ন।