পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] আশ্রয় , , , তুমি বে প্রেমের ভরে কাছে দুৰ্ব্বে দিগন্তরে ঘেরেছ অামায় - অামি তবু উদাসীন ভ্ৰমিতেছি লক্ষ্যহীন নাহি দেখি তায় । সহস্ৰ ছলনারাশি শত বিন্দ্রপের হাসি কপট কঠিন মুগ্ধ আঁখি অনিমেষ বুঝে ন চাতুরীলেশ্য জুলে প্রতিদিন । জগতরে দিয়ে প্রাণ পাই শুধু অপমান শুধু উপহাস করুণীর বিনিময়ে উপেক্ষণ এনেছি ব’য়ে ব্যর্থ অভিলাষ । যেখানে স্বার্থের লেশ সথ্যের সেখানে শেষ দেখি, বহুবার পাইয়াছি বহু ব্যথা কহিতে সহস্ৰ কথা অস্ত নাহি তার ॥ নিতান্ত আপন মম। স্বখে-দুঃখে তুমি সম প্রীতির আtধার অচল নির্ভর তুমি করুণার পুণ্যভূমি জগতের সার। অন্ধ এ নয়ন মম। দেখেনি অমৃতোপম মুরতি তোমার তাই গো পেয়েছি ক্লেশ লাঞ্ছনার অবশেষ ৰেদন। অপার । জুর করি অবসাদ বাধিব ৰূদয়ে বঞ্চি তব রূপ দিল্প{ হবে স্বপ্রভাত হবে এস তুমি এস তৰে পুর্ণ কর হিয়া । 象 -কল্প কাটি খান-থান দুঃখ লজ্জা অভিমান ঘৃণা ভয়রাশি