পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন। নৌকাডুবি । ミ> যোগেঞ্জ কহিল, “রমেশ, এই মেয়েটি কে ?” রমেশ কহিল—“আমার একটি অস্ত্রীয় ।” যোগেন্দ্র কহিল—“কি রকমের আত্মীয় ? বোধ হয় গুরুজন কেহ হইবেন না, মেহের সম্পর্কও বোধ হইল না । তোমার সকল আত্মীয়ের কথাই ত তোমার কাছ হইতে শুনিয়াছি,—এ আত্মীয়ের ত কোন বিবরণ শুনি নাই ।” অক্ষয় কহিল—“যোগেন, এ তোমার অদ্যায়,—মামুষের কি এমন কোন কথা থাকিতে পারে না, যাহা বন্ধুর কাছে ও গোপনীয় ?” . যোগেন্দ্র । কি রমেশ, অত্যন্ত গোপনীয় নাকি ? 晚年 রমেশের মুখ লাল হইয়া উঠিল--সে কহিল, “ই গোপনীয়। এই মেয়েটির সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে কোন মালোচ করিতে ইচ্ছা করি না ।” - যোগেন্দ্র । কিন্তু দুৰ্ভাগ্যক্রমে, আমি তোমার সঙ্গে আলোচনা করিতে বিশেষ ইচ্ছা করি । হেমের সহিত যদি তোমার বিবাহের প্রস্তাৰ ন হইত, তবে কণর সঙ্গে তোমার কতটা-দুর আত্মীয়তা গড়াইয়াছে, তাহ লইয়া এত তোলাপাড়া করিবার কোন প্রয়োজন হইত না—যাহা গোপনীয়, তাহ গোপনেই থাকিত । রমেশ কহিল, “এইটুকু-পৰ্য্যন্ত আমি তোমাদিগকে বলিতে পারি, পৃথিবীতে কাহারে সহিত আমার এমন সম্পর্ক নাই, যাহাতে হেমনলিনীর সহিত পবিত্র সম্বন্ধে বদ্ধ হইতে আমার কোন বাধা থাকিতে পারে - যোগেন্দ্র । তোমার হয় ত কিছুতেই বাধা না থাকিতে পারে—কিন্তু হেমনলিনীর আত্মীয়দের থাকিতে পারে । একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করি, যার সঙ্গে তোমার যেরূপ আত্মীয়তা থাকু না কেন,তাহ{ গোপনে রাখিবার কি কারণ আছে ? 幽 রমেশ । সেই কারণটি যদি বলি, তবে গোপনে রাখা আর চলে না । তুমি আমাকে ছেলেবেলা হইতে জান—কোন কারণ জিজ্ঞাসা না করিয়া শুদ্ধ আমার কথার উপরে তোমাদিগকে বিশ্বাস রাখিতে হইবে ।