পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩য় বর্ষ, অগ্রহায়ণ । এ যোগেন্দ্র ৷ এই মেয়ের নাম কমল৷ कि मां ? রমেশ । যোগেন্দ্র । পরিচয় দিয়াছ কি না ? রমেশ । ই দিয়াছি । যোগেন্দ্র । তবু তোমার উপরে বিশ্বাস রাখিতে হইবে ? তুমি আমাদিগঞ্জেস্থানাইতে চাও, এই মেয়েটি তোমার স্ত্রী নহে; জন্ত সকলকে জানাইয়াছ, এই তোমার স্ত্রী—ইহা ঠিক সত্যপরায়ণতার দৃষ্টান্ত নহে। অক্ষয়। অর্থাৎ বিদ্যালয়ের নীতিবোধে এ দৃষ্টান্ত ব্যবহার করা চলে না—কিন্তু ভাই যোগেন, সংসারে দুই পক্ষের কাছে দুইরকম কথা বলা হয় ত অবস্থাবিশেষে আবশুক হইতে পারে । অন্তত তাহার মধ্যে একটা সত্য হওয়াই সম্ভব । হয় ত রমেশবাবু তোমাদিগকে যেটা বলিতেছেন, সেইটেই সত্য । রমেশ । আমি তোমাদিগকে কোন কথাই বলিতেছি না । আমি কেবল এই কথা বলিতেছি, হেমনলিনীর সহিত বিবাহ আমার কৰ্ত্তব্যবিরুদ্ধ নহে । কমলাসম্বন্ধে তোমাদের সঙ্গে সকল কথা আলোচনা করি~ বার গুরুতর বাধা আছে—তোমরা আমাকে সন্দেহ করিলেও সে অন্যায় আমি কিছুতে করিতে পারিব না । আমার নিজের স্থখ.দুঃখ মান-অপমানের বিষয় হইলে আমি তোমাদের কাছে গোপন করিতাম নাকিন্তু অন্তের প্রতি অন্তায় করিতে পারি না । 娜 যোগেন্দ্র । হেমনলিনীকে সকল কথা বলিয়াছ ? ' *. 業 1 ইহাকে তোমার স্ত্রী বলিয়া । রমেশ । না । বিবাহের পরে তাছাকে বলিব, এইরূপ কথা আছে-—যদি তিনি ইচ্ছ। করেন, এখনো তাঁহাকে বলিতে পারি। যোগেন্দ্র । আচ্ছা, কমলাকে এ সম্বন্ধে দুই-একটা প্রশ্ন করিতে পারি ? - রমেশ । না, কোনমতেই না ! আমাকে যদি অপরাধী বলিয়া,জ্ঞান কর, তবে আমার সম্বন্ধে যথোচিত বিধান করিতে পার—কিন্তু তোমাদের সম্মুখে প্রশ্নোত্তর করিবার জন্ত নির্দোষী কমলাকে দাড় করাইতে পারিব না । - 邻 যোগেন্দ্র । কাহাকেও প্রশ্নোত্তর করিबांद्र cकों८नl ७थ८ब्रांछन नाझे ! थांझी छानिবার, তাহ জtlনয়াছি । প্রমাণ যথেষ্ট হইস্লাছে । এখন তোমাকে আমি স্পষ্টই বলিতেছি, ইহার পরে আমাদের বাড়ীতে_যদি প্রবেশের চেষ্টা কর, তবে তোমাকে অপমানিত হইতে হুইবে । রমেশ পাংশুবর্ণমুখে স্তন্ধ হইয়া বসিয়া রহিল । যোগেন্দ্র কহিল—“আর-একটি কথা আছে —‘হেমকে তুমি চিঠি লিখিতে পারিবে না—তাহার সঙ্গে প্রকাণ্ডে ৰ গোপনে তোমার স্বদুর সম্পর্কও থাকিবে না । যদি চিঠি লেখ, তবে ষে কথা তুমি গোপন রাথিতে চাহিতেছ, সেই কথা আমি সমস্ত প্রমাণের সহিত সৰ্ব্বসাধারণের কাছে প্রকাশ করিব । <qश्वन पनि ८कङ् पञtबांटनञ्च विख्छीनां क८ब्र, তোমার সঙ্গে হেমের বিবাহ কেন ভাণ্ডিয়া গেল, আমি বলিব, এ বিবাহে আমার সন্মতি নাই বলিয়া ভাঙিয়া দিয়াছি—ভিতরকার কথাটা বলিৰ না । কিন্তু তুমি ৰদি সাৱধান সী হও,