পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবানের আনন্দস্বষ্টি আপনার মধ্য হইতে আপনি উৎসারিত—মানবহৃদয়ের আনন্দস্থই তাঁহারই প্রতিধ্বনি । এই জগৎস্বষ্টির আনন্দগীতের ঝঙ্কার আমাদের হৃদয়বীণাতন্ত্রীকে অহরহ স্পন্দিত করিতেছে— সেই যে মানসসঙ্গীত— ভগবানের স্থষ্টির প্রতিঘাতে আমাদের অস্তরের মধ্যে সেই যে কৃষ্টির আবেগ, সাহিত্য তাহারই বিকাশ । • বিশ্বের নিশ্বাস আমাদের চিত্তবংশীর মধ্যে [ ৩য় বর্ষ, অগ্রহায়ণ । কি রাগিণী বাজাইতেছে, সাহিত্য ভfছাই স্পষ্ট করিয়া প্রকাশ করিবার চেষ্টা করিতেছে । সাহিত্য ব্যক্তিবিশেষের নহে, তাহা রচয়িতার নহে—তাহা দৈববাণী । বহিঃস্থষ্টি যেমন তাহার ভালমন্দ, তাহার অসম্পূর্ণতা লইয়া চিরদিন ব্যক্ত হইবার চেষ্টা করিতেছে—এই বtণীও তেমনি দেশে দেশে, ভাষায় ভাষায় আমাদের অন্তর হইতে বাহির হইবার জন্ম নিয়ত চেষ্টা করিতেছে । বক্তিয়ার খিলিজির বঙ্গবিজয় । শেষাংশ । মহানদীর পুৰ্ব্ব, করতোয়ার পশ্চিম, হিমাচলপদতলগত আরণ্য প্রদেশের দক্ষিণ এবং পদ্মাবতীর উত্তর,—এই চতুঃসীমান্তর্গত ত্রপৌণ্ডবৰ্দ্ধনভুক্তির অন্তঃপাতী স্থান “বরেন্দ্র”নামে পরিচিত ছিল । অস্থাপি ইহার অনেক স্থান “বরেন্দ্র”নামেই পরিচিত। ইহার পশ্চিমে মিথিলা এবং পূৰ্ব্বে কামরূপের রাজ্য। উত্তর ও পূৰ্ব্বাঞ্চল হইতে বিবিধ পাৰ্ব্বত্য দক্ষ্যদল নিয়ত বরেন্দ্রভূমির উৰ্ব্বরক্ষেত্রে আপতিত হইত। তাহাদের আক্রমণ নিবারণ করিবার জন্ত করতোয়াতটে নানাস্থানে প্রাস্তদুর্গ বর্তমান ছিল । অস্থাপি বৰ্দ্ধনকোট ও মহাস্থান নামক পুরাতন - দুর্গের ধ্বংসাবশেষ করতোয়াতটে দেখিতে পাওয়া ব্যয় । মগধের পুৰ্ব্ব, সমতট বা বাগড়ীর পশ্চিম, মিথিলার দক্ষিণ ও ওড্রদেশের উত্তর,—এই চতুঃসীমান্তর্গত স্থান “রাঢ়”নামে পরিচিত ছিল ; আদ্যাপি সেই নাম প্রচলিত অাছে : রাঢ় দক্ষিণ ও পশ্চিমাঞ্চল হইতে আক্রান্ত হইত বলিয়া, তাহার নানাস্থানে গিরিদুর্গ ও বনদুর্গ বৰ্ত্তমান ছিল । ব্ৰহ্মদেশের পূর্ব, সমতটের পশ্চিম, কামরূপের দক্ষিণ ও বঙ্গোপসাগরের উত্তর,— এই চতুঃসীমান্তর্গত স্থান “বজ”নামে পরিচিত ছিল । পুৰ্ব্বাঞ্চল ও উত্তরাঞ্চল হইতে আক্রান্ত হইবার আশঙ্কা থাকায়, বঙ্গবিভাগেও রণপোতাদি রক্ষিত হইত। . রাঢ়ের পুৰ্ব্ব, বঙ্গের পশ্চিম, বরেক্সের দক্ষিণ এবং সমুদ্রের উত্তর,—এই চতুঃসীমান্তগত স্থান “সমতট” অথবা “বাঈজী নামে পরিচিত ছিল। এই সমতট-প্রদেশ স্বভীবত স্বরক্ষিত বলিয়,*এই ৰিভাগ কোন