অষ্টম সংখ্যা । ] আপনার পরিচয়প্রদান এবং কাশীরাজের সহিত সন্ধিস্থাপনের উল্লেখ করিয়াছেন । ( a ) চতুর্থ প্রমাণ, --লক্ষ্মণসেনের পুত্র বিশ্বরূপসেনের তাম্রশাসন । ইহাতে বিজয়সেন, বল্লালসেন ও লক্ষ্মণসেন গৌড়েশ্বর বলিয়া কীৰ্ত্তিত হইলেও, তাহাদের ভিন্ন ভিন্ন উপাধির উল্লেখ আছে । তাহা কবিকল্পনামাত্র বলিয়া প্রত্যাখ্যান করা যায় না । তাহা অবশ্যই কোন-না-কোন ঐতিহাসিক তথ্য সুব্যক্ত করিত । উপধি গুলি এইরূপে কীৰ্ত্তিত, যথা : (১) অরিরাজবৃষভশঙ্কর গোড়েশ্বর মস্বিজয়সেনদেব । (২) অরিরাজনিঃশঙ্কশঙ্কর গৌড়েশ্বর ভ্রমস্বল্পালসেনদেব । (৩) অরিরাজমদনশঙ্কর গৌড়েশ্বর শ্রীমঙ্গল্পণসেনদেল । এই তিন বিখ্যাত নরপতির মধ্যে লক্ষ্মণসেনদেবের পরিচয়স্বরূপ আর ও একটি উপাধির উল্লেখ আছে । লক্ষ্মণসেন “অশ্বপতি-গজপতি-নরপতি-রাজত্ৰয়াধিপতি” বলিয়া পরিকীৰ্ত্তিত। লক্ষ্মণসেনদেবের শ্রীক্ষেত্রে, কাশী ধামে ও প্রয়াগেও “সমরজয়স্তম্ভমালা” স্থাপন করিবার কথ। এই তাম্রশাসনে উল্লিখিত আছে। এই কয়েকটি প্রমাণে বিজয়সেন, বল্লালসেল ও লক্ষ্মণলেনের শাসনসময়ে সেনরাজ্যের শৌর্যব্লীৰ্য্য ও বিজয়কাহিনীর পরিচয় পাওয়া যায়, এবং লক্ষ্মণসেনদেবই যে বাহুবলের জন্ত সৰ্ব্বাপেক্ষ প্রশংসিত ছিলেন, তাহারও প্রমাণ প্রাপ্ত হওয়া যায় । ইহা বিশ্বরূপসেনের রাজ্যদের চতুর্দশবর্ষীয় লিপি ; তখন লক্ষ্মণসেন স্বর্গারূঢ় ও যবনগণ বিশ্বরূপের নিকট পরাভূত ; বিশ্বরূপ তাহাদের পক্ষে “প্রলয়কালরুদ্র” নামে পরিচিত। লক্ষ্মণসেন নিতান্ত কাপুরুষের তার রাজ্য, রাজধানী ও রাজধৰ্ম্ম বিসর্জন \లి বক্তিয়ার খিলিজির বঙ্গবিজয় । శ్రీ 4 করিয়া, প্রাণ লইয়া অস্তঃপুর হইতে পলায়নের জন্ত ব্যাকুল ছিলেন কি না, তাহার বিচার করা অনাবশুক । মুসলমান ইতিহাসলেখক রায়-লছ মণিয়া-নামক নরপতির স্কন্ধেই পলায়নকলঙ্ক নিক্ষেপ করিয়া গিয়াছেন । এই রায় লছ মণিয়। কে ছিলেন ? পুরাতত্ত্ববিৎ জেম্স প্রিনসেফ প্রথমে এই অমুসন্ধানকার্য্যে হস্তক্ষেপ করেন । তিনি সেনরাজবংশের নরপতিবর্গের এক নমাবলী স্থির. কল্পিরা যান । তাহা এইরূপ : - খৃষ্টাব্দ । নরপতির নাম । ` ( Hද් বিজয়সেন । o y|3 বল্লালসেন । লক্ষ্মণসেন । و لا لا لا মাধবসেন । وك بن لا لا ) చీ) : কেশবসেন । > : ( ) সদাসেন । ు : ( 8 নারায়ণ । > 3. о о লছমণিয়া । এই তালিকা অনুসারে লছমণিয়া লক্ষ্মণসেনের বহুপয় বৰ্ত্তী নরপতি বলিয়, নির্দিষ্ট হইয়াছিলেন । ইহার পর স্তার আলেকূজাণ্ডার কনিংহাম কতকগুলি তাম্রশাসন, প্রস্তরলিপি ও আইন আক্ৰরি অবলম্বনে - আর একটি তালিক। প্রস্তুত করেন । তাছা এইরূপ —— s খৃষ্টাব্দ । নরপতির নাম । ు ఆ at বিজয়সেন । > в 6 в বল্লালসেন । a Rు লক্ষ্মণসেন । ' '), a \9 * মাধবসেন। ు ' ey কেশবসেন । &
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।