ും. - बछल-नि । ভূপাল , এদেশে রাজত্ব প্রতিষ্ঠিত করিয়া গৌড়নগর সংস্থাপন করেন । তজ্জন্ত একদ। • এদেশ গৌড়রাজ্য নামে কথিত হইত। স্ববিখ্যাত গ্ৰীকৃ টলেমীর কথিত Gangia regea নামক মহাজনপদ ও গৌড়নগর একই স্থান বলিয়া নির্দিষ্ট হইলে, খৃষ্ঠের ৭৩০ বৎসর পূৰ্ব্বে গৌড়নামক মহাজনপদের অস্তিত্ব উপলব্ধ হয় । বৌদ্ধ পরিব্রাজক হিয়ংসং গৌড়নগরের নামোল্লেখ করেন নাই । তিনি পৌণ্ডবৰ্দ্ধন হইয়া কামরূপ যাত্র করেন । সম্ভবত তৎকালে গৌড়নগর শ্রীহীন, সম্পন্ন হইয়া পৌণ্ডবৰ্দ্ধন নামে প্রসিদ্ধ ও প্রধান "জনপদে পরিণত হইয়াছিল। পরিত্রাজকের ৩য় বর্ষ, বৈশাখ । বর্ণনানুসারে রাজমহলের পূর্বদিকে ১০০শত মাইল দূরে পৌণ্ডবৰ্দ্ধন । সুতরাং উহ। বরেন্দ্রভূমিরই মধ্যগত এবং বরেন্দ্রখণ্ড এক এক সময়ে এক এক অণখ্যা প্রাপ্ত হইয়াছে । বর্তমান প্রস্তাবে বরেন্দ্রভূমির কতিপয় প্রাচীন বৃত্তান্তের বর্ণনা করাই আমার উদ্দেশু। প্রাচীন প্রসিদ্ধ স্থানসমূহে যে সকল কীৰ্ত্তিকলাপের ভগ্নাবশেষ অদ্যাপি বর্তমান থাকিয়া হিন্দু, বৌদ্ধ ও মুসলমান রাজত্বের প্রাধান্তের পরিচয় প্রদান করিতেছে, তাহা ও অন্যান্য প্রাকৃতিক পরিবর্তনের বিষয় পরে আলোচিত । হইবে । উীরুষ চরণ মজুমদার । প্রয়াণ । চাহিয়ঃ ও মুখপানে দুখনিশি-অবসালে উঠিয়াছি জাগি” হৃদয়ের তন্ত্রীরাfড় ঝঙ্কারে উঠেছে বাজি” দরশন লাগি । নুতন আনন্দলোক ভুবায়েছে সব শোক তব প্রেমমাঝে, দূরে তুমি ধ্রুবতারা হেথা আমি লক্ষ্যহার ৭ ছিমু মিছাকাজে । অন্ধকারে চির দীন এ কুদ্বয় অর্থহীন . ছিল একাকার । আজি লভি তব দেখা প্রথম আলোকরেখ ফুটিল তাহার।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।