পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8s 8 যোগেঞ্জ তাহার মুখের দিকে একবার কটাক্ষপাত করিয়া বলিতে লাগিল – “পালাইবার কি দরকার ছিল, আমি ত কিছুই বুঝিতে পারি না । অক্ষয়ের কাছে ত পূর্বেই সমস্ত প্রকাশ হইয়া গিয়াছিল । একে ত তাহার পূৰ্ব্বের ব্যবহার যথেষ্ট হেয়—তাহার পরে এই ভীরুতা, এই চোয়ের মত ক্রমাগত পালাইয়া-বেড়ানো আমার কাছে অত্যন্ত জঘন্ত মনে হয় । জানি না, হেম কি মনে করে— কিন্তু এইরূপ পলায়নেই তাহার অপরাধের ষথেষ্ট প্রমাণ হইতেছে ?” হেমনলিনী কঁাপিতে কঁাপিতে চৌকি ছাড়িয়া উঠিয় দাড়াইল—কছিল, “দাদা, জামি প্রমাণেয় কোন অপেক্ষ রাখি না .তিনি ভাল কি মন্দ, তাহা ঈশ্বর জানেন —এখন তাহা আমায় সন্ধান করিবার সময় লয় । তোমরা তাহার বিচার করিতে চা ও কক্স—আমি তাহার বিচারক নই—তিনি বদি দোষ করিয়৷ থাকেন, তবে দুঃখভোগ করিতে পারি, কিন্তু দণ্ড দিতে পারি না—তবে আমার কাছে কেন বারবার তোমাদের গুপ্তচরের প্রমাণ আলিয়। উপস্থিত করিতেছ ?” তোমার সঙ্গে যাহার বিবা যোগেঞ্জ । হের সম্বন্ধ হইতেছে, সে কি মামাদের নিঃসম্পর্ক ? হেমনলিনী । বিবাহের কখ। কে বলি তেছে ? তোমরা ভাঙিয়া দিতে চাও, ভাঙিয়৷ দাও—সে তোমাদের ইচ্ছা । কিন্তু আমার মন ভাঙাইবার জন্ত মিথ্য চেষ্টা করিতেছ। তোমাদের কোন ক্ষতি না করিয়া আমি বঙ্গি মনে মনে কোথা ও স্বথ পাই,—নির্ভয় পাছ— তোমাদের তাছাতে কি ? ৰক্ষদর্শন । [ ওর বর্ষ, পেীৰ বলিতে বলিতে হেমনলিনী স্বয়ৰদ্ধ হইয়। কাদিয়া উঠিল । অন্নদাবাবু তাড়াতাড়ি উঠিয়। তাছার অশ্রুসিক্ত মুখ বুকে চাপিয়াধরিয়া কহিলেন—“চল ছেম, আমরা উপরে যাই ।” ミQ ষ্টীমার ছাড়িয়া দিল । প্রথম-দ্বিতীয় শ্রেণীর কামরায় কেহই ছিল না । রমেশ একটি কামরা বাছিয়া লইয়। বিছানা পাতিয়া দিল । সকালবেলায় দুধ খাইয়া সেই কামরায় দরজা খুলিয়৷ কমল নদী ও নদীর্তার দেখিতে লাগিল । রমেশ কহিল, “জান কমলা, আমরা কোথায় যাইতেছি ?” কমল। কহিল, “দেশে যাইতেছি ।” রমেশ । দেশ ত তোমার ভাল লাগে না।---আমর দেশে যাইব লা । কমলা । আমায় জন্তে তুমি দেশে ষা ওয়া বন্ধ করিয়াছ ? রমেশ । ইঁ, তোমারই জন্তে । কমলা মুখ ভার করিয়া কহিল—“কেন তা করিলে ? আমি একদিন কথায়-কথায় কি বলিয়াfছলাম, সেটা বুঝি এমন্স করিয়া মনে লইতে আছে ? তুমি কিন্তু ভারি অল্পেতেই রাগ কর ?” রমেশ হাসিয়া কহিল –“আমি কিছুমাত্র রাগ করি নাই । দেশে যাইবার ইচ্ছ। অামার ও নাই ।” কমলা ওখন উৎস্থক হইয়া জিজ্ঞাসা করিল, “তবে আমরা কোথায় বাইতেছি ?” রমেশ । পশ্চিমে । “পশ্চিমে” শুনিয়া কমলার চক্ষু বিপক্ষী