<రిg - مہ বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, বৈশাখ । রমেশ জানিত, তাহার পিতার চা খাইবার অভ্যাস নাই, অকারণে অভ্যাস করিবার কোন উত্তেজনাও তাহার পক্ষে সম্ভবপর নহে । অক্ষয় মনে মনে খুসি হইয়া বলিয়া লইল, “এখানে খাইতে তাহার হয় ত আপত্তি হইতে পারে ।” রমেশের পিতা ব্ৰজমোহনবাবু রমেশকে কহিলেন, “কাল সকালের গাড়িতেই তোমাকে দেশে যাইতে হইবে।” রমেশ মাথা চুলকাইয়া জিজ্ঞাসা করিল, “বিশেষ কোন কাজ আছে কি ?” ' : 'ব্ৰজমোহন কহিলেন, “এমন-কিছু গুরুতর নুহে ।” তবে এত তাগিদ কেন, সেটুকু শুনিবার জন্ত গ্রমেশ পিতার মুখের দিকে চাহিয়া রহিল, সে কৌতুহল নিবৃত্তি করা তিনি আবশুক বোধ করিলেন না । শ্ৰজমোহনৱাবু সন্ধ্যার সময় যখন তাহার কলিকাতার বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করিতে বাহির হইলেন, তখন রমেশ তাহাকে একটা পত্র লিখিতে বসিল। ‘শ্ৰীচরণকমলেষু পৰ্য্যস্ত লিখিছ লেখা আর অগ্রসর হইতে চাহিল ন । কিন্তু রমেশ মনে মনে কহিল,"আমি হেমনলিনীসম্বন্ধে ধে সভ্যে আবদ্ধ হইয় পড়িলছি, বাবার কাছে আর তাহ গোপন করা কোনমতেই উচিত হইবে না ।” অনেকগুলা চিঠি অনেকরকম করিয়৷ লিখিল—সমস্তই সে ছিড়িয়া ফেলিল । ব্ৰজমোহন আহার করিয়া ੋਸ਼ਿਸ਼ নিদ্রা দিলেন। রমেশ বাড়ীর ছাদের উপর উঠিয়া - প্রতিবেশীর বাড়ীর দিকে তীকাইয়া নিশাচরের মত সবেগে পায়চারি করিতে লাগিল । পুরাকালে যেমন রুক্মিণীহরণ, সুভদ্রাহরণ ঘটিয়াছিল, এখন যদি তেমনি কোন বীরাঙ্গনবিশেষ সবলে রমেশহরণ করিত—যদি এই নিশীথে ছাদের উপরে এই চলচিত্ত যুবকটির হাত ধরিয়া কোন মৃণালবাহু তাহীকে পুষ্পকরথে টানিয়া তুলিত এবং এই তারাখচিত অন্ধকারের মধ্য দিয়া তাহাকে হঠাৎ একটা বিবাহসভার মাঝখানে লইয়া উপস্থিত করিত, তবে সে-আপত্তিমাত্র করিত না এবং তাহার চশমার মধ্য হইতে একবিন্দু অশ্র কণহারে। জন্য বিগলিত হইত না । - পুষ্পকরথ আসিল না—প্রতিবেশিনীরবাড়ীতে কোন প্রকার চাঞ্চল্যের লক্ষণমাত্র প্রকাশ পাইল না। রাত্রি নয়টার সময় অক্ষয় অন্নদণবাবুর বাড়ী হইতে বাহির হইয়া গেল— রাত্রি সাড়ে নয়টার সময় রাস্তার দিকের দরজা বন্ধ হইল—রাত্রি দশটার সময় অল্পদাবাবুর বসিবার ঘরের আলো নিবিল, রাত্রি সাড়ে দশটার পর সে-বাড়ীর কক্ষে কক্ষে সুগভীর স্বযুপ্তি বিরাজ করিতে লাগিল । পরদিন ভোরের ট্রেনে রমেশকে রওনা হইতে হইল। ব্ৰজমোহনবাবুর সতর্কতায় গাড়ি কেল করিবার কোনই সুযোগ উপস্থিত হইল না । & বাড়ী গিয়া রমেশ খবর পাইল, তাহার বিবাহের পাত্রী ও দিন স্থির হুইয়াছে । তাহার পিত৷ ব্ৰজমোহনের বাল্যবন্ধু ঈশান যখন ওকালতী করিতেন, তখন ব্ৰজমোহনের অবস্থা ভাল ছিল না— ঈশানের সহায়তাতেই তিনি উন্নতিলাভ করিয়াছেন । সেই ঈশান
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।