পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sss : ' यअन>*न । [ ওল্প ৰব, পৌৰ । । হইবার স্বত্রপাত হয়। তৎপূৰ্ব্বে র্যাহার বিবিধ তপঃক্লেশ সহ করিয়া "বুদ্ধত্ব”লাভে কৃতাৰ্থমন্ত হইয়াছিলেন, তাহার স্বমতপ্রচারে ব্যগ্র ছিলেন না। তাহারা কোন পুরাকালের সাধক, তাহ নির্ণয় করিবার উপায় নাই । কিন্তু র্তাহীদের কথা বৌদ্ধসাহিত্যেও একেবারে অস্বীকৃত হয় নাই ।+ শাক্যসিংহের আবির্ভাবকাল নানা প্রমাণে স্থিরীকৃত হইয়াছে। তাহীর সমকালৰঞ্জী বিবিধ বিখ্যাত রাজন্তবর্গেরও পরিচয় প্রাপ্ত হওয়া গিয়াছে। তখনও ভুবনৰিখ্যাত মগধসাম্রাজ্যের প্রবল প্রতাপ ভারতবর্ষের বিবিধ বিভাগে ব্যাপ্ত হয় নাই ;— নানা প্রদেশ, নানা রাজ্যে বিভক্ত ছিল । শাক্যসিংহ বুদ্ধত্বলাভ করিলে, তাহার মস্ত্রে দীক্ষিত হইয়া ষে সকল বৌদ্ধসন্ন্যাসী স্বদেশেবিদেশে বৌদ্ধধৰ্ম্মের মহিমা কীৰ্ত্তন করিয়া ভারতবর্ষের প্রভাববিস্তারের সহায়তা করিয়াছিলেন, তাহারাই সাধারণত “শ্রমণ” নামে স্বপরিচিত । : শ্রমণগণ নিয়ত পরহিতকামী, আত্মত্যাগী, সৎপথাবলম্বী সন্ন্যাসী বলিয়া এসিয়াখণ্ডের সকল দেশেই সাধুপুরুষোচিত চরিত্রগৌরবে লোকসমাজে সমাদর লাভ করিয়াছিলেন । তাহারা হিংসাম্বেষবিনিমুক্ত স্বধৰ্ম্মামুরক্ত ভক্তের কাতরকণ্ঠে জগতের জ্ঞানান্ধ নরনীকে নবধৰ্ম্মের স্বসমাচার প্রদান করিবার জন্ত ভিক্ষণপাত্রহস্তে প্রাসাদ ও কুটারদ্বারে উপনীত হইবামাত্র, লোকসমাজ মন্ত্ৰমুখের দ্যায় তাহদের উপদেশ গ্রহণ করিয়া চরিত্রংশোধনে নিযুক্ত হইয়াছিল। র্তাহীদের কল্যাণে কত অসভ্য মানবসমাজ জ্ঞান ও ধৰ্ম্মে সমুন্নত হইয়াছিল ; কত মরু-গিরি-মহারণ্য জনকোলাহলময় বিচিত্র গ্রামনগরে অলঙ্কত হইয়া সভ্যতাবিস্তারের সহায়তা করিয়াছিল ; কত অপরিজ্ঞাত ক্ষুদ্র দ্বীপ, কত অপরিচিত বৃহৎ বিদেশ “ধৰ্ম্মসংঘ ও বুদ্ধ” মন্ত্রে নবজীবন লাভ করিয়া অবনত শিষ্যের স্থায় ভক্তিবিস্ময়ে ভারতাক্ষরক্ত হইয়া উঠিয়াছিল,— তাহার কথা এথন নিতান্ত স্বপ্নকাহিনী বলিয়া প্রতিভাত হইতেছে । তথাপি শুাম-সিংহল, ব্ৰহ্ম-তাতার, চীন-জাপান,ভোটতিব্বতের বৌদ্ধমঠরক্ষিত বিবিধ গ্রন্থে এখনও তাহার ক্ষীণচ্ছায়া দেখিতে পাওয়া যায় । শ্রমণগণের ধৰ্ম্মপ্রচার দিগ্বিজয় বলিয়া কবিকুলের অমরকাব্যে কীৰ্ত্তিত না হইলেও, পৃথিবী এরূপ প্রেমের দিগ্বিজয় অল্পই কীৰ্ত্তন করিতে পারে । এমন নিঃস্বার্থ পরহিতকামনা, এমন অকৃত্রিম বিশ্বপ্রেমোন্মত্ত মানবসেবা, এমন সরল-জুন্দর আত্মত্যাগের মহিমা সভ্যসমাজের কাব্যে, ইতিহাসে বা উপন্যাসে অতি অল্পই দেখিতে পাওয়া যায় r শ্রমণশৰ উত্তরকালে বিশ্ববিখ্যাত হইলেও, তাহা ভগবান শাক্যসিংহের আবিষ্কৃত কোন নুতন শব্দ বলিয়া বোধ হয় না।f “শ্রমু তপসি খেদে চ”–এই চিরপুরাতন S BBBBBBBB BBBBD DBB BBB BBBS BBB BBBS BBS BBS BBBBS কলকমুন্সি ও কাপ্ত পেয় নাম বৌদ্ধসাহিত্যে স্থপরিচিত।

- ললিতবিস্তরঃ ।

S 0 BBBBBD DBBBBBB BBBS BBBBDDD BBB BBBB BBB DDS