পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিলেন, তাহীদের বংশধরগণই কালে মুসলমানধৰ্ম্ম গ্রহণ করিয়া এসিয়া হইতে আফ্রিকা এবং আফ্রিকা হইতে ইউরোপে রাজ্যবিস্তার কল্পিবার সময়ে নব্য ইউরোপের জ্ঞানবিস্তারের সহায়তীসাধন করে ।* সুতরাং ধারাবাহিক ইতিহাস না থাকিলেও, ইউরোপীয় সমুন্নতির প্রথম সোপানে পরোক্ষভাবে ভারতীয় শ্রমণ [ ৩য় ৰখ, পোৰ । গণের জীবনগত প্রচারভ্রম যে কিয়ৎপরিমাণে বর্তমান ছিল, তাহাতে সন্দেহ কল্পিকার কারণ নাই । নিরপেক্ষভাবে ইতিহাস আলোচিত হইলে, কালে এই সকল তথ্য সমগ্র সভ্যসমাজে মুক্তকণ্ঠে স্বীকৃত ছইবে ; জন্মান অধ্যাপকগণের তথ্যাঙ্গুসন্ধানকৌশলে তাহার পূর্বস্থচনা দেখিতে পাওয়া বাইতেছে! শ্ৰীঅক্ষয়কুমার মৈত্ৰেয় । থিয়েটার । নাটক এ দেশে নুতন নহে, কিন্তু নাট্যালয় নুতন । পুরাকালে রাজাদের প্রাসাদে নাটক অভিনীত হইত, ইদানী ধনীর ঘরে যাত্রা হইত। ইংরাজদিগের দেখাদেখি যখন এ দেশে থিয়েটারের স্বষ্টি হইল, তখন কাজেকাজেই নাট্যগৃহ নিৰ্ম্মিত হইল । সেকালের নাটক কিংবা যাত্র। সকল আসরে অভিনয় করা যাইত, কিন্তু থিয়েটারের সঙ্গে সঙ্গে রঙ্গমঞ্চ, পট প্রভৃতি আসিল, অভিনয়কৌশলের সহিত পটাদি পরিবর্তন মিলিত হইল । থিয়েটারও প্রথমে সখের হয় ; প্রথম-প্রথম তাহাতে দেশের অনেক গণ্যমান্ত ব্যক্তি যোগদান করিতেন । ক্রমে থিয়েটার ব্যবসা ছইয়। দাড়াইল । তাহাতে নিন্দার কিছু দেখি না, কারণ পেশাদার না হইলে প্রতিস্বস্থিত হয় না । দর্শকের পক্ষে পয়সা দিয়া দেখিলে ভালমন্দ বিচার করিবার অধিকার বাড়ে । মধুস্থদন দত্তের নাটক লইয়। অামা দের দেশে থিয়েটারের আরম্ভ। . তাহার পর বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী, মৃণালিনী, বিষবৃক্ষ নাটকাকারে ভাঙিয়া এবং দীনবন্ধুর নাটক লইয়া থিয়েটার জাকিয়া উঠিল। জাকিয়৷ উঠিবারই কথা, কারণ এরূপ উৎকৃষ্ট নাটকবলীর সর্বত্রই সমাদর হয় । ক্রমে ছোট ছোট গীতিনাট্য রচিত হইল, প্রযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মার্জিত ও উচ্চ অঙ্গের নাটকগুলি প্রচারিত ও অভিনীত হইতে আরম্ভ হইল । যাত্রাকে একপ্রকার বিদায় কল্পিয়া দিয়া থিয়েটার তাহার আসনে জমকাইয় বসিল । বঙ্গদেশের নাট্যালয়ের ইতিহাস লিখিরার ইচ্ছা আমার নাই, এবং সে ইতিহাস এত আধুনিক যে, তাহার জন্ত পুথিপাজি হাওড়াইবার প্রয়োজন হয় না। কিন্তু এত অল্প সময়ের মধ্যে থিয়েটারের ক্রমোন্নতি न इद्देब्रा ८कदल खप्रयमरिङ इऍ८ज्रटष् ८कन ? . SAAA SBBB B BBB BBBBB BB BB BBB BD DD DDD DDBB Bge eee প্রকাশিত হইৰে ।