Boર বঙ্গদশন । [ ৩য় বর্ষ, মাঘ - R ধরার ব্যথার ব্যর্থী ওই হের বসি’ অাছে সব— বৈশালীর বেণুবনে বুদ্ধে বিরি’ স্তম্ভিত-নীরব ! বৃহৎ হৃদয়গুলি অধীর বৃহৎ বেদনায় – হোথ ক্ষুদ্র তৃষালোভ বিকার কভু না স্থান পায় ! আজি ঝঞ্জা বহিতেছে গরজবিহ্যতজলে মাতি— আজি যথা নভস্তলে হুঙ্কণরিছে পাগলিনী রাতি— তবু তার মাঝে সবে বুদ্ধে ঘিরি’ বসি আছে স্থির— তেমনি ওদের হয়। অকম্পিত ঝড়ে পৃথিবীর । , ক্রুর হানাহানি দ্বেষ, যজ্ঞভূমে পশুঘাতমত লোকনিপীড়নমাঝে—ড হারাই শুধু শাস্তিত্রত ! —সে শাস্তি জগতজনে দানতমে দিবে বিলাইয়া কি বৃহৎ করুণায় পরিপ্লত ওই শত হিয়া ! --অনাখপিণ্ডিক হেথা, হোথায় আনন্দ মহাত্রাণ– । চৌদিকে কতই আর, ধ্যানমগ্ন, স্তিমিতনয়ান— বৈশালীর বেণুবনবিহারে বোধিসত্ত্বেরে ঘিরে’ বসে আছে স্তন্ধ হ’য়ে—গরজিছে ঝটিকা বাহিরে ! —একি ?—আনন্দের মনে সৰ্ব্বনাশী কি এল বিকার ? নীরব সে সঙ্ঘসনে হিয়া নাহি মন্ত্র জপে আর ! লালসার একি বহুি জলি’ ওঠে হৃদয়ের মাঝে সে আলোকে উদ্ভাসিত অনিন্দিতা এ কে চিত্তে রাজে ? —সেই বটতরুমুল, আভরণহীন সেই ছবি, সেই চমকিত চোখ !—নিখিল পুড়িছে—দীপ্ত রবি-— তার মাঝে বটছিায়ে তৃষাতুরে করে জলদান— বহিবৰ্ণে কে লিখিল নিদারুণ এই ছবিখন - ভিক্ষু আনন্দের বুকে । দাতে দাত ঘরষি’ সন্ন্যাসী নিজমৰ্ম্ম হ’তে যেন আক্ৰোশে উৎসারি’ রক্তরাশি চাহিল ভুলিয়া যেতে –হায় !—শেষে সংঘসভা ছাড়ি কোথায় আনন্দ চলে সেই অন্ধঝটিকা বিদারি’ ! হাহা করি চারিদিকে লোটায়ে পড়িছে বেণুবন— বিশ্ব দাবাইয়া নভ বারবার করে গরজন— আপনার সঙ্গে যুৰি তেমনি ঝটিকা বুকে ধরি’ ।
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।