পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 . ar বঙ্গদর্শন । , [ ৩য় বর্ষ, বৈশাখ। তোমার.. সেই অস্তরের কথাটিকে আমি আমার ভাষায় অনুবাদ করিয়া বলিতেছি যে, “ইনি আছেন" অথবা “এটা আছে।” আছি’র সহিত আছি’র ঐক্য যে কাহাকে বলে, তাহা এতক্ষণে বুঝিতে পারা গেল । দেখিতে পাওয়া গেল যে, প্রথমত, দেথা-কথা’র দুই পারেই হওয়াকথা থাক চাই। এপারে দ্রষ্টার, অর্থাৎ আমার, আমি আছি থাকা চাই—ওপারে লক্ষ্য বস্তুর, অর্থাৎ তোমার, আমি আছি থাকা চাই । - দ্বিতীয়ত, দেখা কথা’র এপারের হওয়াকথা’র সহিত ওপারের হওয়া-কথা’র ঐক্য থাকা চাই । তৃতীয়ত, এপারের হওয়া-কথার সহিত ওপারের হওয়া-কথার সেই যে ঐক্য, তাহারই নাম আছি’র সহিত আছি’র ঐক্য । আছি’র সহিত আছি’র ঐক্যের

  • স্থল দৃষ্টান্ত । , “আমি তোমাকে দেখিতেছি” এই যে একটি দেখিতেছি-ব্যাপার, এই দেখিতেছি’র

এপারে আমি বলিতেছি “আমি আছি”, ওপারে তুমি বলিতেছ “আমি আছি।” “আমি তোমাকে দেখিতেছি” এ কথাটি ఖా বই কথা নহে, অথচ সেই একটিমাত্র কথা’র দুই পারে দুই অাছি বিরাজমান। 命 দুইটি কথা দ্রষ্টব্য। প্রথম, কথা এই যে, দেখিতেছি’র এপারে দাড়াইয়। আমি যে বলিতেছি “আমি আছি”, তাহার অর্থ এই যে, দেখিতেছি = দেখিতে + আছি অর্থাৎ দেখিতেদ্ধি-রকমে আছি । তবেই হইতেছে যে, দেখিতেছি আছি’রই রকমভেদ বা প্রকারভেদ । রূপকের ভাষায় —দেখিতেছি আছি’রই তরঙ্গ-ভঙ্গ। দার্শনিক ভাষায়—দেখিতেছি একপ্রকার পরিবর্তনশীল গুণ ; সেই পরিবর্তনশীল গুণের অপরিবর্তনীয় আাধার-বস্ত থাকা চাই ; সে আধার-বস্তু কে ? ন, অাছি । কেন না, গোড়ায় অাছি না থাকিলে, ব্যবহারক্ষেত্রে দেখিতেছি থাকিতে পারে না। ’ দ্বিতীয় কথা এই যে, “আমি তোমাকে দেখিতেছি” বলিলেই বুঝায় যে, তুমি আমার চক্ষুরিক্রিয়ের উপরে কার্য্য করিতেছ, তাই আমি তোমাকে দেখিতেছি। সে কৰ্য্যেরকারণ আমি নহি—সে কাৰ্য্যের কারণ তুমি। ফলে, দেখিতেছি-ব্যাপারটি এপারের অাছি’র একপ্রকার গুণপরিবর্তন ;—“পূৰ্ব্বে দেখিতেছিলাম না—এক্ষণে দেখিতেছি" এইরূপ একটা গুণপরিবর্তন ; এই গুণপরিবর্তনের উপরে ওপারের আছি’র কার্য্যকারিতা দেখিতে পাওয়া যাইতেছে স্পষ্ট । এই দুইটি কথা পরস্পরের সহিত মিলাইয়া দেখিয়া আমরা পাইতেছি এই যে, “আমি তোমাকে দেখিতেছি” এই কথাটির সঙ্গে দুই পারের দুই আছি’র সম্বন্ধ রহিয়াছে। এপীরের আছি’র সম্বন্ধ যাহ রহিয়াছে, তাহা বস্তুগুণের সম্বন্ধ ; ওপারের আছি’র সম্বন্ধ যাহ রহিয়াছে, তাহা কাৰ্য্য-কারণসম্বন্ধ । বস্তু-গুণ-সম্বন্ধের সোপান দিয়া আমি দেখিতেছি-হইতে এপারের . আছিতে অবতরণ করি . কাৰ্য্য-কারণ-সম্বন্ধের সোপান দিয়া আমি দেখিতেছি-হইতে ওপারের তাছিতে আরোহণ করি । দুই পারের দুই