পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৫৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

es গ্রন্থ-সমালোচনা | জননী-জীবন —শ্ৰীবিপ্রদাস . মুখোপাধ্যায় প্রণীত। মূল্য ॥v• দশ আন মাত্র। অসাধারণ মানবচরিত্রজ্ঞ নেপোলিয়ন খলিতেন, ফ্রান্সের মঙ্গল ও গৌরবের জন্ত স্বমাতার ক্ষায় প্রয়োজনীয় আর কিছুই নহে। শুধু ফ্রান্স বলিয়া কেন, সকল দেশ, সকল সমাজের সম্বন্ধেই এই কথা প্রযোজ্য। শৈশবের শিক্ষা মাতার উপরই নির্ভর করে, এবং শৈশবের শিক্ষাই সকল শিক্ষার মূল । সেই সময়ে যে বীজ উপ্ত হয়, তাহার ফল জীবনব্যাপী, জীৰনাস্তস্থায়ী। সুতরাং সমাজমাত্রেরই মঙ্গলের জন্ত স্ব-জননীর যেমন প্রয়োজন, এমন প্রয়োজন আর কিছুরই নহে। কেমন করিয়া স্থমাতা..হইতে হর, কেমন করিয়া শিশুপালন করিতে হয়, কোন কোন বিষয়ে সতত সাবধান হইতে হয়, স্নেহাধিক্যবশত জননীগণ কি কি ভুল সচরাচর করিয়া থাকেন, এই সকল এবং এইরূপ বিষয়ের অনেক সদ্ধপদেশ এই পুস্তকে সন্নিবেশিত হইয়াছে। স্বতরাং পুস্তকখানি যে স্ত্রীলোকমাত্রেরই পাঠ্য, এ কথা অনায়াসেই বলা যাইতে পারে । ভাষা সরল ও প্রাঞ্চল , কিন্তু কতকট শিথিলতা পরিদৃষ্ট হয়। তবে, এমনও হইতে পারে যে, পুস্তকখানি স্ত্রীলোকদিগের জন্ত লিখিত বলিয়া খানিকট অনাবগুক বিস্তার গ্রন্থকার প্রয়োজনীয় বলিয়া বিবেচনা করিয়াছেন । - দুই-এক-স্থলে অসঙ্গতিদোষ দৃষ্ট হয় । “কমলের মধু খেয়ে মন যার ভুলে । সে কি জার উড়ে যায় শিমুলের ফুলে ?” o এই প্রকার পুস্তকে এ-রকম কবিতা সাজে না । গ্রন্থকার যে হিসাবে ইহা উদ্ধৃত করিয়াছেন, কবিতায় অর্থ তাহা নহে । অশ্রদ্ভধারা । শ্ৰীঅমুকুলচন্দ্র মুখেtপাধ্যায় প্রণীত । মূল্য 90 ছয় আনা মাত্র । কেহ কেহ জীৰিতাবস্থাতেই নিজের সমাধি-প্রস্তর-লিপি লিখিয়া রাখেন । পত্নী জীবিত থাকিতেই তাহাক্স তিরোভfব কল্পনা করিয়া অমুকুলবাবু বিরহের কান্নাট ‘কাদিয়া রাখিলেন । অবশু করণীয় কাজ বেলাবেলি সারিয়া রাখাষ্ট বুদ্ধিমানের কার্য্য । কি জানি, যদি অতঃপর তেমন সুযোগ না-ই ঘটে । অমুকুলবাবু যে দুরদর্শী, তাহাতে সন্দেহ পাকিতে পারে না । ‘গ্রন্থকারের নিবেদনে প্রকাশ, তাহার কোন বন্ধু এই পুস্তকের পাণ্ডুলিপি পাঠ করিয়া তাহাকে পুস্তক প্রকাশের জন্ত অনুরোধ করিয়া বলেন--- “আপনার গৃহলক্ষ্মী আপনার গৃহে এখন ও সশরীরে বিরাজমান । ঈশ্বর না করুন, তিনি যদি আপনার পূৰ্ব্বে পরলোকগমন করেন, তাহা হইলে, আপনি র্তাহার নিমিত্ত কিরূপ অশ্রুধারা বর্ষণ করিবেন, তিনি জীবিত অবস্থায় তাহ জানিতুে. পারিয়া আপনার আদরের মাত্রা বাড়াইয়া দিবেন।” আহু, তই হোৰু ! গ্রন্থরচনার ইহার অধিক সফলতা আর কি হইতে পারে ? পুস্তকের ভাষা উচ্ছ্বাসের ভাষা বটে ; তবে এস্থলে বিঘ্নহটা নাকি প্রকৃত নহে, কাল্পনিক, তাই এমন সাধের উচ্ছাসেও কুৰিশত লক্ষিত হয়—বেন টানিয়া বুলিতে হইয়াছে। ঐচন্দ্রশেখর মুখোপাধ্যায়। '