পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা। ] সন্ধ্যা । কত বনের শাখে শাখে পার্থীর যে গান স্থপ্ত থাকে এনেছ তাই মৌন নুপুর ভরি’ ! ভালে তোমার কোমল হস্ত এনে দেয় গো স্বৰ্য্য-অস্ত, এনে দেয় গে। কাজের অবসান, সত্যমিথ্যা ভালমন্দ সকল সমাপনের ছন্দ, সন্ধ্যণনদীর নিঃশেষিত তান ! অণচল তব উড়ে এসে লাগে অামার বক্ষে কেশে, দেহ যেন মিলায় শূন্ত’পরি, চক্ষু তব মৃত্যুসম স্তন্ধ আছে মুখে মম . কালে আলোয় সৰ্ব্বহৃদয় ভরি’ ! যেমনি তব দখিনপাণি তুলে ল’য়ে প্রদীপখানি রেখে দিল আমার গৃহকোণে গৃহ আমার একনিমেষে ব্যাপ্ত হ’ল তারার দেশে তিমিরতটে আলোর উপবনে । ধমাজি আমার ঘরের পাশে গগনপারের কা’র আসে অঙ্গ তাদের নীলাম্বরে ঢাকি ! আজি আমার দ্বারের কাছে আদিম নিশা স্তন্ধ আছে তোমার পানে মেলি তাহার অশখি ! এই মুহূর্তে আধেক ধরা ল’য়ে তাহার অর্ণধার-ভরা : কত বিরাম, কত গলৱkীতি