পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন । [ ৩য় বর্ষ, জ্যৈষ্ঠ অামার বাতায়নে এসে শোনায় তোমায় গুঞ্জরিত গীতি । চক্ষে তব পলক নাহি, ধ্রুবতারার দিকে চাহি তাকিয়ে আছ অনাদিকালপানে ! নীরব দুটি চরণ ফেলে অর্ণধার হ’তে কে গো এলে আমার ঘরে আমার গীতে গানে । কত মাঠের শূন্ত্যপথে, কত পুরীর প্রান্ত হ’তে, কত সিন্ধুবালুর তীরে তীরে, কত শান্ত নদীর পারে, কত স্তব্ধ গ্রামের ধারে, কত সুপ্ত গৃহদুয়ার ফিরে’ কত বনের বায়ুর পরে এলোচুলের আঘাত করে’ আসিলে আজ হঠাৎ অকারণে ! বহু দেশের বহু দুরের বহু দিনের বহু স্বরের আনিলে গান আমার বাতায়নে । বিষ্ণুমাহাত্ম্য। اسسسسس مدينة" تتسعجيجة تمسه سسسسسه সংসার অনিত্য ; দেবতাদিগের সৌভাগ্যও ক্ষণ স্থায়ী। বৈদিক যুগে যে সকল দেবতা মহিমময় ছিলেন, পৌরাণিক যুগে তাহীদের তেমন আদর-অভ্যর্থনা দেখিতে পাওয়া যায় ন। । অব স্থা মন হইলে, কেবল বনিয়াদি বলিয়া যে সন্মানটুকু পাওয়া যায়, বৈদিক দেবতাদিগের . মধ্যে কেবল জনকতকের ভাগ্যে ততটুকুই অবশিষ্ট রহিয়া গেল । নব দেবতাদিগের পূজার পূৰ্ব্বাহে, কোনরূপে ইন্দ্রগদি দশদিকপালগণ এজমালিতে একটি