এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বঙ্গদর্শন। ভোরের পাখী । ভোরের পার্থী ডাকে কোথায় ভোরের পার্থী ডাকে । ভোর না হ’তে ভোরের খবর কেমন করে’ রাখে । এখনো যে অর্ণধার নিশি জড়িয়ে অাছে সকল দিশি কালীবরণ পুচ্ছ-ডোরের হাজার লক্ষ পাকে । ভোরের পাখী স্থপ্ত-বনে । তবু কোথায় ডাকে । ওগো তুমি ভোরের পাখি ভোরের ছোট পাখি ! কোন অরুণের আভাস পেয়ে মেল তোমার আঁখি । কোমল তব পাখী’পরে সোনার রেখা থরে থরে, বাধা আছে ডানায় তব উষার রাঙা রাখী ! ওগো তুমি ভোরের পাখি, ভোরের ছোট পাখি !