পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা। ] যাত্ৰিণী । دسم আকুল কলতানে শতেক রসনায় চরণ বেরি’ তব কাদিছে করুণায়, তাহারা হেথাকণর বিরহবেদনায় মুখর করে তব পথ । জানি না কি এত যে তোমার ছিল ত্বরা, কিছুতে হ’ল না যে মাথার ভুষ পর, দিতেম খুজে এনে সিঁথিটি মনোহর। রছিল মনে মনোরথ ! হেলায় বাধা সেই নুপুর-ফুটি পায়ে আছে কি পথে গেছে খুলে, সে কথা ভাবি তরুমুলে । অনেক গীত গণন করেছি অবসান অনেক সকালে ও সাজে অনেক অবসরে কাজে । তাহারি শেষ গান আধেক ল’য়ে কানে দীর্থপথ দিয়ে গেছ সুদুরপানে, থমাধেক জানা স্বরে অাধেক ভোলা তানে cগয়েছ গুনগুন স্বরে । " কেন না গেলে শুনি একটি গান আরো, সে গান শুধু তব, সে নহে আর কারো, তুমিও গেলে চলে সময় হল তারো, ফুটুল তব পুজা-তরে ! মাঠের কোনখানে হারাল শেষ স্বর, যে গান নিয়ে গেলে শেষে ভাবি যে তাই অনিমেষে ।