পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন । , [ ৩য় বর্ষ, বেশাখ রয়েছে বট, শতেক জটা ঝুলচে মাটি বোপে, পাতার পরে পাতার ঢেউ উঠছে ফুলে’ ফেঁপে । তাহারি কোন কোণের শাখে নিদ্রাহারা বিঝির ডাকে বাকিয়ে গ্রীব ঘুমিয়েছিলে পাখায় মুখ বেীপে ! যেথায় বট দাড়িয়ে এক জটায় মাটি ব্যেপে । ওগে৷ ভোরের সরল পাখি কহ আমায় কহ— ছায়ায় ঢাকা দ্বিগুণ রাতে যখন ঘুমে রহ, হঠাৎ তব কুলায়-’পরে কেমন করে” প্রবেশ করে আকাশ হ’তে আঁধারপথে আলোর বার্তাবহ ? ওগো , ভোরের সরল পাখি কহ আমায় কহ । কোমল তব বুকের তলে রক্ত নেচে উঠে, উড়বে বলে পুলক জাগে তোমার, পাখাপুটে । চক্ষু মেলি পুবের পানে নিদ্রীভাঙা নবীন গানে অকুষ্ঠিত কণ্ঠ তব উৎসসম ছুটে ! কোমল তব বুকের তলে • রক্ত নেচে উঠে ।