পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ সংখ্যা । ] চারি প্রতি ঘথা, এক এক ঘরে চারি জল । [ এখানে প্রত্যেক বর ও চারি জন স্বচিত। ] বহুত্ব-কাল কাল দাগ । [ এখানে কাল দাগের বহুত্ব স্বচিত । ] সাকল্য—বড় বড় জিনিস । [এখানে বড় জিনিসের সাকল্য সুচিত অর্থাৎ সকল জিনিসই বড়। ] পারস্পৰ্য্য—মুখে মুখে উত্তর । [ এখানে প্রশ্নকৰ্ত্তা ও উত্তরদাতার মুখের পারস্পর্য্য সুচিত। ] দ্বিত্বাভাস । ১ । দ্বিত্ব হইবার সময় শব্দের রূপ বিকৃত হইলে তাহাকে দ্বিত্বাভাস বল। যায় । যথা, গাড়ী-টাড়ী, কাল-কোল ইত্যাদি । ২ । দ্বিত্বাভাসের একাংশ নিরর্থক বা উতয়াংশই ধনাত্মক হয়। যথা, পূৰ্ব্ব উদাহরণে টাড়ী’ ও ‘কোল’ নিরর্থক । ছটফট, চটপট প্রভৃতিতে উভয় অংশই ধবন্যাস্ত্ৰক । ৩। অর্থের বৈচিত্র্য অনুসারে দ্বিত্বা তাসের শেষাংশে আদ্যাংশের আদ্য আকার, ঋকার, ঔকার ভিন্ন স্বর ও ব্যঞ্জনের পরিবর্তন হয়। যথা, লাকলিক, ফিটফট ঝোপ-ঝাপ, বোকা-সোকা, গজর-মজর দান-টান ইত্যাদি । ৪ । দ্বিত্বাভাসে স্বর ও ব্যঞ্জনের যুগপৎ পরিবর্তন হয় না। প্রস্তাবে ধৃত সমুদয় দ্বিত্বাভাসই ইহার উদাহরণ । ৫ । দ্বিত্বাভাসের অtদ্যাংশে যাহা সুচিত হয় তাহার সহিত তাহার সজাতীয় আনুষঙ্গিক পদার্থের সমুচ্চয় স্বচনায় আদ্যাংশের অ ঋ ঔ ভিন্ন স্বর শেষাংশে ৩ বাঙ্গালা-ব্যাকরণের একাংশ । ●役姆 পরিবর্তিত হয়। যথা, ডাক-ডোক, ছিটছাট, কাল-কোল, গোল-গাল, থুপ-থাপ বাড়া-বোড়া, খোপ-খাপ:ইত্যাদি । ৬ । বিদ্রুপায়ুক দ্বিত্বাভাসে অাদ্য আ-কার স্থানে শেষাংশে ই-কার হয়। যথা, লাট লিট, লাখ লিখ ইত্যাদি । ৭ । দ্বিত্বাতাসে আদ্য আ-কারের পরবর্তী স্বর উকার হইলে শেষাংশে আকার স্থানে উকার হয়। যথা, নাস্থস হুঙ্কস, গাবুর শুকুর, হাপুর হুপুর ইত্যাদি । ৮ । ক্রিয়াপদের দ্বিত্বাভাসে আদ্য, আ-কার, ই-কার ও এ-কার স্থানে শেষাংশে উ-কার হয়। যথা, ডেকে ডুকে, টিপে টুপে, পেচিয়ে পুচিয়ে, ইত্যাদি । ৯। ক্রিয়াপদ হইতে নিম্পন্ন বিশেষ্য ও বিশেষণপদের দ্বিত্বাতাসে অাদ্য আ-কার ও এ-কার স্থানে শেষাংশে ও-কার হয়। যথা, সাফ সোফ, কাল কোল, ঘটি! ঘোট, বের ঘোরা, ছেড়া ছোড়া, চেরা চোর। ইত্যাদি । অন্যত্র আকার ভিন্ন পরিবর্তনশীব আদ্যস্বর স্থানে শেষাংশে আ-কার হয় । যথা, ঠিক ঠাক, ভিড় ভাড়, মিট মাট, ফুট ফাট, ঘুম ঘাষ, টুপ টাপ, ফের ফার, বেগ বাগ, টের টার, খোপ খাপ, গোছ গাছ, থোক থাক ইত্যাদি । দ্বিত্বাভাসে তীব্র কার্য্যের কালে বৃদ্ধি স্বচনায় হসন্ত বা অ-কারান্ত ধ্বস্তাত্মক আদ্য শব্দের শেষে আ-কার হয়। যথা, পটাপট, চটচট, মটমট, গপগপ, সপাসপ, কচকচ ইত্যাদি । ১২। পারস্পৰ্য্য অর্থে দ্বিত্বাভালে মুত্র S e Y S