نه J ו וחייאה ייצצ षणिम्नाझे चौकांग्न राग्निtछ यांशा एड्रेtणन । গ্রামের মধ্যে একটি স্থান সমধিক উচ্চ ; তাছার পার্শ্বে পুরা তন পরিখ-চিকু, উপরে বিজন বল, তাহার মধ্যে ব্যান্ত্রের আশ্রয়স্থান । তাছার অনতিদূরে অনেক জরাজীর্ণ দেবমন্দির ; একস্থানে একটি ক্ষুদ্র সরোবরতীরে চারিটি শিবমন্দির বৃক্ষমূলে জড়িত ছষ্টয়া কোনরূপে দৃষ্টিগোচর হইতেছে। তাহার নিকটে মান বৃক্ষমূলে দেবদেবীর পাষাণমূৰ্ত্তির ভগ্নাবশেষ পড়িয়া রৰিয়াছে। পদ্মাবতী-তীরে উচ্চভূমিখণ্ডের উপর কুমারপুর প্রতিষ্ঠা লাভ করিয়াছিল । মদী সরিয়া গিয়াছে, কিন্তু যেখানে তাছার পুরাতন খাত বৰ্ত্তমান ছিল, তাহ! এখন ও "খাড়ি জগাfত” নামে কথিত হইতেছে । তাহীর ধার দিয়া আধুনিক রাজপথ গোদাগাড়ী অভিমুখে চলিয়া গিয়াছে । তাহার পfশ্বে, একটি উচ্চভূমির উপর, এক প্রস্তরমন্দিরের ধ্বংসাবশেষ পরিস্তুত করিয়া, জনৈক সম্পন্ন মুসলমান আমীর এক সমাধি মন্দির নিৰ্ম্মিত করিয়াছিলেন । তfহfর ধ্বংসাবশেষ এখন ও কুমারপুরকে কৌতুহলের আধার করিয়া রাখিয়াছে। , _ হস্তিপৃষ্ঠে উপবিষ্ট থাকিয়া সাহিত্যিকগণ এই সকল পুরাকীৰ্ত্তির নিদর্শন দর্শন করিতে করিতে, পদ্মাতীরে উপনীত হইলেন। পদ্ম। বহুদূরে সরির গিয়াছে ; সৈকতভূমি লাহারার মরুভূমির মত ধু ধু করিতেছে ! তাহার উপরে যে উচ্চ তট, তাহাতে আলিপুর নামে একটি গ্রাঙ্গ বসিয়াছে। সেখানে এক হিন্দু ভূস্বামীর কাছারীবাড়ীর পার্থে শিবির সংস্থাপিত হইয়ছিল। ভূস্বামী বরেন্দ্ৰ-ভ্ৰমণ । 64 속 অশীতিপর, চিরকুঞ্জ, প্রায় চলচ্ছক্তিহীন ; তিনি বহুদূরে বাস করেন। তথাপি সাহিত্যিকগণকে অভ্যর্থনা করিবার জঙ্ক স্বয়ং শিবিরে আসিয়া অপেক্ষ। করিতেছিলেন। তাছার কাছারীবাড়ীর সম্মুখে কদলীতোরণ, মঙ্গলঘট, লোকায়ণ্য। কিন্তু ठथन विटेIछां८प्रव्र नभग्न च्षडौड एड्रे ब्रां গিয়াছিল ;–ধৈৰ্য্যের সীমাও অতিক্রস্থ হুইবার আশঙ্কা উপস্থিত হইরছিল । অগত্য। সাহিত্যিকগণ স্নানাহারে ব্যাপৃত হইয়। পড়িলেন । এক সময়ে সমগ্র বঙ্গভূমির প্রাণ বরেন্দ্রভূমির এই নিভূত প্রদেশেই স্পন্দিভ হইয়। উঠিয়াছিল । তাহার কথা বাঙ্গালার বৈষ্ণবসাহিত্যকে মধুময় করি। রাখিয়াছে। “জরস্কন্ধাবারের” অনতিদূরে—সেকালের পদ্মাবতী-ত রে-গোপালপুর নামক স্থানে একটি রাজধানী ছিল। এখনও রাজপথপাশ্বে বনভূমির মধ্যে তাহার ধ্বংসাবশেষ পড়িয়া রহিয়াছে। একখানি সংস্কৃত নাটকে সেই রাজধানীর নাম উল্লিখিত আছে । গোবিন্দ কবিরাজ "সঙ্গীত-মাধৱ” নাটকের প্রস্তাবনায় লিখিয়া গিয়াছেন,— “পদ্মাবতীতীরবর্তি-গোপালপুর নগরবালি-গোঁড়াধিরাজমহামাত্য-শ্ৰীপুরুষোত্তমদত্ত সপ্তমতমুজঃ শ্ৰীসন্তোষদত্তঃ । স হি শ্ৰীনরোত্তমদত্তসপ্তম-মহাশয়ানাং কনীয়ান বঃ পিতৃব্যভ্রাতুশিষ্যঃ । তেন চ শ্রীরাধামাধবয়োঃ প্রকট লীলানুসারেণ লৌকিকরীত্য। পুর্বরাগাদিবিলাসহ সঙ্গীভমাৰবং নাটকং বিরচধ্য নানারঞ্জাদিদীনেন নাম পুরস্কৃত্য সমপিতোহস্তি ॥* -
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দশম খণ্ড.djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।